নিহতের বাবা মহম্মদ মঈনুদ্দিন জানান, ছেলে বিকেল তিনটের সময় যাত্রী আনতে গিয়েছিল। মাখানার জমি মাখানা আনার কথা ছিল। কিন্তু, ঘণ্টাখানেক পরে জানতে পারি, কেউ বা কারা তাঁকে কুপিয়ে খুন করেছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে সামসি হাসপাতালে নিয়ে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ রাত বাড়তেই নিত্য নতুন ছেলে-মেয়েদের আনাগোনা! পাড়ার মধ্যে গোপনে মধুচক্রের আসর! হানা দিতে সেই দৃশ্য
advertisement
এই খুনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে মৃতদেহ আটকে ক্ষোভ প্রকাশ করেন আত্নীয় ও গ্রামের বাসিন্দারা। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে দেহ আটকে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন এবং স্থানীয়রা।
চাঁচল থানার পুলিশ জানিয়েছে, খুনের ঘটনায় সেলিম আক্তার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সেলিমের বাড়ি গঙ্গা দেবী এলাকায়। সে একজন পরিযায়ী শ্রমিক। তিনদিন আগে সে বাড়ি ফিরেছে। স্থানীয়রা জানান, সেলিম মাঠে ঘাস কাটতে গিয়েছিল। বচসার জেরে সে হাঁসুয়া দিয়ে আবদুর রাজ্জাককে এলোপাথাড়ি কুপিয়েছে। তাকে জিজ্ঞাসা করে খুনের আসল কারণ জানার চেষ্টা করছে পুলিশ।