স্থানীয়দের কাছে খবর পেয়ে এলাকায় হাজির মালদা থানার পুলিশ। সঙ্গে মৃতদেহ উদ্ধারের জন্য লোকজন। পুলিশের নির্দেশে উদ্ধারকারীরা নামলেন পুকুরের জলে। এরপর যে কান্ড ঘটল তা চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন।পুকুরের জল থেকে দেহ টানতেই দেখা গেল দিব্যি জীবন্ত মানুষ। জল থেকে উঠে আসা যুবক কিন্তু লোকজনের ভিড়, পুলিশের উপস্থিতি এতসব কিছু দেখেও একেবারেই ভাবলেসহীন। ঘটনার জেরে তাজ্জব পুলিশকর্মীদেরও দেখা গেল ক্যামেরাবন্দি করছেন ওই যুবকের ছবি। এরই মধ্যে জল থেকে উঠে ভিজে পোশাকেই পুলিশের সামনে দিয়েই উধাও হল যুবক।
advertisement
স্থানীয়রা জানিয়েছেন, এদিন নারায়ণপুর এলাকার ওই পুকুরে অন্তত দেড় থেকে দুই ঘন্টা ধরে একইভাবে ভেসে থাকতে দেখা যায় ওই যুবকের দেহ। স্বাভাবিকভাবে সকলেই ভাবেন কোনও মৃতদেহ ভেসে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। কিন্তু এরপর জীবন্ত যুবককে হেঁটে চলে উঠে আসতে দেখে সকলেই অবাক।
স্থানীয়দের ধারণা, ওই যুবক সম্ভবত মানসিক ভারসাম্যহীন। অথবা মাদকাশক্ত। কারণ সাধারণ কারোর পক্ষে এভাবে ঘণ্টার পর ঘণ্টার জলে ভেসে থাকা সম্ভব নয়। তবে, এলাকায় ওই যুবক অপরিচিত বলেই জানিয়েছেন স্থানীয়রা। ওই যুবক উদ্ধার হওয়ার পরেও এদিন রাত পর্যন্ত পুকুরে যুবকের ভেসে থাকার ঘটনার রেশ কাটেনি। কিভাবে দীর্ঘক্ষণ জলে ভেসে রইলেন ওই যুবক ? তাতেও অবাক সকলেই। তবে, পুলিশের সামনেই উধাও হয়ে যাওয়ায় তার পরিচয় যাচাই করার সুযোগ মেলেনি।।