পরিবারের সদস্যরা জানান, প্রায় এক থেকে দেড় মাস আগে তিনি বাড়িতে ফিরেছিলেন। আবার কাজের সূত্রে বাইরে যাওয়ার কথা ছিল। গত দু’দিন ধরে তিনি বাড়িতে ফিরছিলেন না। পরিবারের লোকজন অনুমান করেন তিনি হয়ত আবার কাজের জন্য বাইরে চলে গিয়েছেন।
আরও পড়ুন: সাতদিন ধরে নিখোঁজ, বালিঘাট থেকে উদ্ধার সেই মহিলার অর্ধেক দেহ! খোঁজ নেই নিম্নাংশের
advertisement
এদিকে বুধবার সকালে হঠাৎ এলাকাবাসীর নজরে আসে বাঁধপাড়া বিলে তাঁর দেহ জলে ভেসে রয়েছে। বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য দেখা যায়। খবর দেওয়া হয় হবিবপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন: মহিলাকে কটূক্তি, প্রতিবাদ করতেই মাসতুতো ভাইদের এলোপাথাড়ি কোপ! আক্রান্ত একই পরিবারের তিনজন
ময়নাতদন্তের জন্য দেহটি মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে ওই ব্যক্তি জলে পড়ে গেলেন, কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও পরিষ্কার নয়। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।
