মালদহের চাঁচল- আশাপুর রাজ্য সড়কের ধারে প্রাণসাগর এলাকা। স্থানীয় বাসিন্দা পেশাায় রাজমিস্ত্রি জিয়াউল আলীর বাড়ির সামনে গভীর রাতে পরপর দুুটি বোমা ফাটে। এলাকাবাসীর প্রায় সকলেই সেই সময় ঘুমন্ত। বোমার আওয়াজে আঁতকে ওঠেন এলাকার লোকজন।
আরও পড়ুন - Madhyamik Exam: বড় খবর! মাধ্যমিক পরীক্ষার দিন বনধের ডাক, ভোগান্তির আশঙ্কা পরীক্ষার্থীদের
advertisement
শীতের নির্জন রাতে বহুদূর পর্যন্ত বিস্ফোরণের আওয়া়জ পৌঁছয়। এলাকার লোকজন বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন ধোঁয়ায় ঢেকেছে এলাকা। রাজ্য সড়কের ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে় রয়েছে টিনের কৌটো থেকে শুরু করে প্লাস্টিকের দড়ি এবং ছোট ছোট পাথর। এসব চিহ্ন দেখেই বোমা বিস্ফোরণ সম্পর্কে নিশ্চিত হয়ে যান এলাকার মানুষ।
আরও পড়ুন - Madhyamik Exam 2023: ৪৮ ঘণ্টা পরেই শুরু মাধ্যমিক, চোখ বুলিয়ে নিন শেষে মুহূর্তের জরুরি আপডেটে
বাড়ির মালিক জিয়াউল আলি বলেন, রাতে বাড়ির সামনে কেন বিস্ফোরণ তা বুঝে উঠতে পারছি না। কারও সঙ্গে কোনওরকম বিবাদ বা গণ্ডগোলের কথাও অজানা বলে দাবি তাঁর। এই অবস্থায়় পুলিশই ঘটনা তদন্ত করে বের করুক এমনটাই দাবি ওই পরিবারের।
তবে পুলিশেের প্রাথমিক অনুমান বোমা ফাটানোর ঘটনা পূর্বপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনার পেছনে টাকার লেনদেন অথবা রাজনৈতিক কোনও বিবাদ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যে বাড়ি সামনে বোমা ফাটে তাঁর মালিক জিয়াউল আলি শাসকদলের ঘনিষ্ঠ বলে পরিচিত।
এদিকে বিস্ফোরণের ঘটনা নিয়ে সরব বিরোধীরা। বিজেপি ও বাম - কংগ্রেসের দাবি, পঞ্চায়েত ভোটের আগে অস্ত্র ও বোমা মজুত করেছে শাসক দল। কলিগ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার পেছনে তৃণমূল মদতপুষ্ট দুষ্কৃতীদের হাত রয়েছে। যদিও তৃণমূলের পাল্টা দাবি, দল বোমাবাজির মত ঘটনা সমর্থন করে না। এক্ষেত্রে কেউ অভিযুক্ত হলে পুলিশ আইন অনুযায়ি পদক্ষেপ নেবে।
Sebak Deb Sharma