সেবক দেবশর্মা, মালদহ: বিধানসভা ভোটের আগে পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান পদে নতুন মুখ আনল তৃণমূল। দলীয় নির্দেশে আজ চেয়ারম্যান পদে শপথ নিলেন তৃণমূল কাউন্সিলর বিভূতি ঘোষ। এরআগে গত ২৫ নভেম্বর পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন কার্তিক ঘোষ। মূলত ২০২১ বিধানসভা এবং গত লোকসভা ভোটে পুরাতন মালদা পুরসভা এলাকায় তৃণমূলের ফল খারাপ হওয়ায় পূর্ববর্তী চেয়ারম্যান কার্তিক ঘোষকে সরিয়ে দেওয়া হয়।
advertisement
আজ নতুন চেয়ারম্যান নির্বাচন ঘিরে টানটান উত্তেজনার ছবি ধরা পড়ে পুরাতন মালদা পুরসভা চত্বরে। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। সকালে নির্দিষ্ট সময় মেনে পুরসভার চেয়ারম্যান নির্বাচন বৈঠকে হাজির হন সমস্ত তৃণমূল কাউন্সিলররা। বৈঠক শুরুর ঠিক আগেই তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী দলের নির্দেশ মতো নতুন চেয়ারম্যান হিসেবে বিভূতি ঘোষের নাম প্রকাশ্যে আনেন। এরপর কাউন্সিলরদের বৈঠকে অন্যান্য কাউন্সিলররা নতুন চেয়ারম্যান হিসেবে বিভূতি ঘোষকে সমর্থন করেন।
এদিকে পুরসভার এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে যান ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী। নতুন চেয়ারম্যান প্রসঙ্গে তিনি বলেন, যা বলার জনসাধারণ বলবেন। অন্যদিকে চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই পুরসভার চত্বরে উল্লাস শুরু করেন বিভূতি ঘোষের অনুগামীরা। শুরু হয় বাজি ফাটানো। বিভূতি ঘোষের পক্ষে শুরু হয় স্লোগান।
ঘটনায় পাল্টা ক্ষোভ প্রকাশ করে পদত্যাগী চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, যাঁরা বাজি ফাটাচ্ছেন, তাঁরা যেন বিধানসভা ভোটে নিজেদের ওয়ার্ডে ভালো ফলের চেষ্টা করেন এবং বিধানসভায় তৃণমূল প্রার্থীকে জিতিয়ে বাজি ফাটান। দলের নির্দেশ মেনে ইস্তফা দিয়েছেন এবং আগামী দিনেও দলের নির্দেশ মেনে চলবেন বলেও এদিন জানান বিদায়ী চেয়ারম্যান কার্তিক।
অন্যদিকে শপথ নেওয়ার পর বিভূতি ঘোষ বলেন, এরআগেও দুইবার পুরপ্রধান ছিলাম। আগামী দিনের লক্ষ্য হবে সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া। সকলে একসঙ্গে ভালো ভাবে কাজ করলে আগামী বিধানসভায় পুরাতন মালদা থেকে দলীয় প্রার্থীকে লিড দেওয়া সম্ভব।
