বড় ভাই পবন মণ্ডলের বাম পায়ে এদিন গুলি লাগে। সন্ধ্যা নাগাদ ৬-৭ জন দুষ্কৃতী বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রের খবর, সোমবার ওই এলাকার এক নাবালিকা পালিয়ে গিয়ে বিয়ে করে। ওই নাবালিকাকে পালিয়ে বিয়ে করতে সাহায্য করার অভিযোগ ওঠে ভাই চিরঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। এরপরে ওই এলাকার কিছু যুবক মঙ্গলবার চিরঞ্জিত মণ্ডলকে বাড়িতে ঢুকে বন্ধুকের বাট দিয়ে মারধর করে বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন-লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার মালদহে ! পুলিশের জালে পাচারকারি
দুষ্কৃতীদের টার্গেট ছিল ভাই চিরঞ্জিত। তাঁকে ঘিরে ফেলা হয়। সেইসময় প্রতিবাদ করায় গুলিবিদ্ধ হতে হয় তাঁর দাদা পবন মণ্ডলকে। এরপর তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। তবে ঠিক কী কারণে দুষ্কৃতীরা তাঁদের টার্গেট করে, এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি দুই ভাই। তবে হামলাকারীরা যে তাঁদের চেনা এবং বেশ কয়েকজন প্রতিবেশী যুবক, তা জানিয়েছেন আক্রান্তরা। দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ। তারা কোথা থেকে বেআইনি অস্ত্র পেল তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। হামলাকারীদের সঙ্গে আক্রান্তের অন্য কোনও বিষয়ে পুরনো কোনও শত্রুতা ছিল কিনা, সে সম্পর্কেও খোঁজ নিচ্ছে পুলিশ।