জানা গিয়েছে , ইংরেজবাজারের বিবিগ্রাম এলাকার একটি আবাসনের বাসিন্দা বেনজির পারভেজ । মাস দেড়েক আগে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে নিজের এবং পরিবারের সদস্যদের সোনার গয়না তিনি রেখেছিলেন বাড়ির আলমারিতে । এরপর গত ৩১ জুলাই আলমারি খুলে দেখেন গয়নার খালি বাক্স রয়েছে, ভেতরে গয়না উধাও । ঘটনার পরে ইংরেজবাজার থানার পুলিশের দ্বারস্থ হন তিনি । তদন্তে নেমে বাড়ির পরিচারিকা পুরাতন মালদহের দরগাপাড়ার বাসিন্দা জলি বিবিকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় সমস্ত গয়না।
advertisement
আরও পড়ুন : চোখ বুজলেই সঙ্গীদের নিথর দেহ দুঃস্বপ্নে, জীবনেও ভুলবেন না অভিশপ্ত সেই রাত
আরও পড়ুন : মুরগি খেতে এসে খামারের জালে নিজেই আটকে পড়ল ১১ ফুট লম্বা বিশাল অজগর
পুলিশ জানিয়েছে, শিশুকে দেখভাল করার জন্য ওই বাড়িতে থাকতেন ধৃত মহিলা। এর ফাঁকেই তিনি সুযোগ বুঝে আলমারি থেকে গয়না সরান। জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকারও করেছেন ওই মহিলা, দাবি পুলিশের।