TRENDING:

Mal River Accident: ১০ জনের প্রাণ বাঁচিয়ে হিরো মালবাজারের মানিক

Last Updated:

বিপদে রক্ষা করাই আমার কাজ, বলছেন মানিক। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, মালবাজার: মাল নদী দিয়ে বয়ে চলা স্রোত তখন টেনে নিয়ে যাচ্ছে অনেককে। আগে পরে না ভেবে জলে ঝাঁপ দেন এক ব্যক্তি। প্রাণের ঝুঁকি নিয়ে তাঁদের মধ্যে ১০ জনকে রক্ষা করেন মানিক। তেসিমলা গ্রামপঞ্চায়েত এলাকার এই যুবকও মাল নদীর ধারে প্রতিমা বিসর্জন দেখতে গিয়েছিলেন। হঠাৎই হড়পা বানে চোখের সামনে মানুষগুলোকে ভেসে যেতে দেখে আর আশপাশে কিছু তাকিয়ে দেখেননি তিনি। সোজা ঝাঁপ মারেন জলের স্রোতে।
প্রাণ বাঁচিয়ে হিরো মালবাজারের মানিক
প্রাণ বাঁচিয়ে হিরো মালবাজারের মানিক
advertisement

সেই মানিকের কথা এখন মুখে মুখে ঘুরছে ৷ মানিক হয়ে গেছে রিয়াল হিরো। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানা রকম চর্চা। যদিও সেই সব থেকে অনেক দূরে মানিক। এদিন মালবাজারের ভাসান ঘাটে দাঁড়িয়ে মহম্মদ মানিক শোনাচ্ছিলেন, ‘‘প্রতিমা বিসর্জন দেখার জন্য বন্ধুদের সঙ্গে মালবাজারে এসেছিলাম। সেই সময় আচমকাই হড়পা বান আসে। অনেকে ভেসে যাচ্ছেন দেখে নিজের মোবাইল ফোনটা এক বন্ধুর হাতে দিয়ে নদীতে লাফিয়ে নামি।’’

advertisement

এর পর প্রায় ১০ জনকে উদ্ধার করেন মানিক। উদ্ধার করতে গিয়ে তাঁর পায়ের আঙুলও কেটে যায়। এরপরই দমকল কর্মীরা তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এখন মানিক ভাইরাল।

আরও পড়ুন- আজ মালবাজার পরিদর্শনে বিজেপির প্রতিনিধিদল, সুকান্তর গড়া ৯ সদস্যের 'টিম বিজেপি' ঘুরে দেখবে দুর্ঘটনাস্থল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ডুয়ার্সের মালবাজার শহরের পাশাপাশি আশেপাশের বিভিন্ন চা বাগান এলাকা থেকে পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমা নিয়ে বিসর্জন দিতে আসেন এই মাল নদীতে। আর সেই বিসর্জন দেখতে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে ৬-৮ হাজার মানুষ বুধবার এসেছিলেন বিসর্জন ঘাটে। হঠাৎই হড়পা বান আসে সে নদীতে। এরপরই জলের তোড়ে ভাসিয়ে নিয়ে যায় মানুষগুলোকে। এখনও অবধি বহু মানুষের খোঁজ নেই। অনেকে আবার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। মৃত্যুকে চোখের এতটা সামনে থেকে চাক্ষুষ করে কেউ কেউ আবার ভীত, কুঁকড়ে গিয়েছেন ভয়ে।- এদিন অনেকেই মানিকের  এই কীর্তির কথা শোনাচ্ছেন। যদিও মানিক বলছেন, বিপদে মানুষকে রক্ষা করতে না পারলে আমি মানুষ নই।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mal River Accident: ১০ জনের প্রাণ বাঁচিয়ে হিরো মালবাজারের মানিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল