TRENDING:

Accident: বিপর্যস্ত উত্তর সিকিম! ধস-হড়পা বান-প্রবল বৃষ্টিতে তছনছ! টিনটেকখোলায় মর্মান্তিক দুর্ঘটনা

Last Updated:

Sikkim Accident: বিপর্যস্ত সিকিম। এবারে নর্থ সিকিম অর্থাৎ উত্তর সিকিম। ধস-হড়পা বান-প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, অবরুদ্ধ রাস্তা, সমস্যায় পর্যটকরা। ধসের জেরে ডিকচু-সিংতাম রোড বন্ধ। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত রাস্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিকিম: ফের বিপর্যস্ত সিকিম। এবারে নর্থ সিকিম অর্থাৎ উত্তর সিকিম।ধস-হড়পা বান-প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, অবরুদ্ধ রাস্তা, সমস্যায় পর্যটকরা। ধসের জেরে ডিকচু-সিংতাম রোড বন্ধ। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত রাস্তা। লাচুং থেকে গ্যাংটক নামার পথে দূর্ঘটনাগ্রস্থ লরি। টিনটেকখোলায় দূর্ঘটনাটি ঘটে, তাতে আহত হয়েছেন ৭ জন। আহতদের মঙ্গন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবিরাম বৃষ্টির জেরে রাস্তা ধসে যাওয়ায় নর্থ সিকিম কার্যত বিচ্ছিন্ন। লাচুং, লাচেনে বেড়াতে যাওয়া পর্যটকেরা আটকে রয়েছে কিনা খোঁজ নিচ্ছে সিকিম প্রশাসন।
পাহাড়ে ধস
পাহাড়ে ধস
advertisement

বুধ ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে  ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং এবং কালিম্পং ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝড় বাতাসের সম্ভাবনা।

আরও পড়ুনঃ কিছুক্ষনেই শুরু তুমুল ঝড়বৃষ্টি, ৬ জেলায় বজ্রপাতের কড়া সতর্কতা, কলকাতায় নামবে ঠিক কখন? এল বিরাট আপডেট 

advertisement

সোমবার রাতের প্রবল বর্ষণে বিপর্যস্ত সিকিমের বিস্তীর্ণ এলাকা। ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়ক, সিংতামের শান্তিনগর এবং গ্যাংটকে। সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক সোমবার রাত থেকে অবরুদ্ধ হয়ে পড়ে। জাতীয় সড়ক জুড়ে বোল্ডার, গাছ, জলকাদা জমে আছে। শান্তিনগর, সিংটামে রাস্তাটি অবরুদ্ধ হয়ে পড়ায় যানজট তীব্র হয়েছে। মঙ্গলবার সকালের পর ১০ নম্বর জাতীয়া সড়কে শিলিগুড়ি থেকে একমুখী যান চলাচল শুরু হলেও দীর্ঘ গাড়ির লাইন পড়ে যায়।

advertisement

সিকিমের অন্যতম পর্যটনকেন্দ্র মেঙ্গলি, ইয়াংগাং, নামচি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত। ঘরবাড়ি ভেসেছে। রোলেপে ভূমিধসের সঙ্গে ছিল হড়পা বানের দাপট। প্রচুর গাছ উপড়ে পড়েছে। ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে গ্যাংটকের শিবমন্দিরের কাছে। গত কিছুদিন ধরে বর্ষণ শুরু হয়েছে উত্তরবঙ্গে। একটানা বৃষ্টির কারণে ধস নামে দক্ষিণ সিকিমে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ সিকিমের মাজুয়া গ্রাম। তার উপর আবহাওয়া খারাপ থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Accident: বিপর্যস্ত উত্তর সিকিম! ধস-হড়পা বান-প্রবল বৃষ্টিতে তছনছ! টিনটেকখোলায় মর্মান্তিক দুর্ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল