জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস স্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল প্রতিমা। মা গীতা প্রধান জানান,পাশ করতে না পেরে মানসিক ভাবে ভেঙে পড়েছিল প্রতিমা। নানা ভাবে বোঝানোর চেষ্টা করছিলেন তিনি। বিকেলে একটু চোখের আড়াল হতেই দুর্ঘটনা ঘটিয়ে বসে মেয়ে। রান্নাঘরে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: শুক্রে বড় চমক নরেন্দ্র মোদির! তিন সভার জায়গাতেই স্পষ্ট, লক্ষ্য ওই তিন আসন
এদিকে, মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় অস্বাভাবিক মৃত্যু আরও এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় মল্লিকা বর্মন নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মাথাভাঙ্গা শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যবিজি কুটা গ্রামে।
প্রতিবেশী মিঠুন বর্মন বলেন, পরপর তিনবার অকৃতকার্য হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়েই এই পথ বেছে নিয়েছে বলে মনে করছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে নিয়ে আসে।