TRENDING:

Madhyamik Result 2022: ডাক্তার হতে চায় মাধ্যমিকে দ্বিতীয় কৌশিকী, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন চতুর্থ অভিষেক-এর

Last Updated:

মাধ্যমিকে জয় জয়কার মালদহের, দ্বিতীয় ও চতুর্থ জেলার ছাত্রছাত্রীরা, দশম স্থানে মালদহের তিন পড়ুয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: মাধ্যমিকে নজরকাড়া ফল মালদহের। মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় তথা মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম স্থান পেয়েছে মালদহের গাজলের কৌশিকী সরকার। আদর্শ বাণী একাডেমির ছাত্রী কৌশিকীর প্রাপ্ত নম্বর ৬৯২।
advertisement

গাজলের বিধানপল্লী এলাকায়  শিক্ষক পরিবারে বড় হয়ে ওঠা কৌশিকীর। ভাল ফল করার আশায় 'রেজাল্ট' ঘোষণার সময় টিভির পর্দায় চোখ রেখেছিল কৌশিকী, তবে, একেবারে দ্বিতীয় হিসেবে তাঁর নাম ঘোষণা হবে, এমনটা কল্পনাও করেনি সে, নিজেই জানিয়েছে কৌশিকী। ভবিষ্যতে একজন সফল ডাক্তার হওয়া লক্ষ্য মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকারীর। সকালে ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই বাড়িতে সংবর্ধনার হিড়িক। স্কুলের শিক্ষক থেকে পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্বরা হাজির হন কৌশিকীকে শুভেচ্ছা জানাতে। অনেকে তুলে দেন স্মারক বা পুরস্কার। স্কুলের নাম উজ্জ্বল করায় আদর্শবাণী একাডেমির পক্ষ থেকে এদিনই কৌশিকের হাতে তুলে দেওয়া হয় এক লক্ষ টাকার চেক।

advertisement

পড়াশোনার বাইরে গান গাওয়া আর আবৃতি কৌশিকীর প্রিয়। প্রিয় বিষয় বায়োলজি। বাবা মৃণালকান্তি সরকার গাজলের আলাল হাইস্কুলের ভূগোলের শিক্ষক। মা চন্দ্রিকা লাহা পেশায় প্রাথমিক স্কুল শিক্ষিকা। মাধ্যমিকে ভাল ফলের জন্য পরিবার আর স্কুলের শিক্ষকদের অবদান বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করে কৌশিকী। করোনাকালে বাড়ির শিক্ষার পরিবেশ বিশেষভাবে সাহায্য করেছিলেন তাকে। অনলাইন ক্লাসের একটিও মিস করেনি কৌশিকী। ভাল ফলের জন্য প্রথমে পাঠ্যবই খুঁটিয়ে পড়া উচিত। বিষয় ভালোভাবে আয়ত্ত্ব করার পর নোটসের প্রয়োজনে  সাহায্য নেওয়া উচিত রেফারেন্স বইয়ের, এমনটাই মত কৌশিকীর।

advertisement

বড় হয়ে চিকিৎসক হতে চায় কৌশিকী। জানা গিয়েছে, এবারের মাধ্যমিকে কৌশিকীর প্রাপ্ত নম্বর হল, বাংলায় ৯৯, ইংরেজিতে  ৯৮, অঙ্কে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবনবিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯৬, ভূগোলে ৯৯। পাশাপাশি এবার মালদহের ভাল ফল রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের। এই স্কুলের ছাত্র অভিষেক গুপ্ত মাধ্যমিকে রাজ্যে চতুর্থ। পাঁচজন গৃহশিক্ষকের সাহায্যে মাধ্যমিকের প্রস্তুতি নিয়েছিল। তার প্রাপ্ত নম্বর ৬৯০। তবে অন্যান্য অনেক কৃতীদের মতো ডাক্তার নয় বরং ইঞ্জিনিয়ার হয়ে দেশ সেবা করতে চায় অভিষেক। জানা যায়, দিনে মাত্র পাঁচ-ছয় ঘণ্টা পড়াশোনাতেই বাজিমাত করেছে অভিষেক। মাধ্যমিকে চতুর্থ হওয়ার খবর পেয়ে আপ্লুত অভিষেক সপরিবারে চলে আসে মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে। সেখানে অধ্যক্ষ মহারাজ-সহ অন্যান্য শিক্ষকরা তাকে শুভেচ্ছা জানান। এবার মাধ্যমিকে মালদহের আরও তিন ছাত্র 'দশম' হয়ে রাজ্যের মেধা তালিকায় স্থান করে নিয়েছে। এদের মধ্যে রয়েছে, বেদরাবাদ হাইস্কুলের ফায়াজ মাসুদ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের শুভজিৎ বিশ্বাস এবং আফরিন খাতুন কবি নজরুল শিক্ষা নিকেতন কালিয়াচকের ছাত্রী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Sebak Deb Sarma

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Madhyamik Result 2022: ডাক্তার হতে চায় মাধ্যমিকে দ্বিতীয় কৌশিকী, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন চতুর্থ অভিষেক-এর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল