স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই গ্রীন পার্ক পিকনিক স্পটটি পরিচারলনা করেন। আলিপুরদুয়ারের দক্ষিণ লতাবাড়িতে রয়েছে গ্রীনপার্ক স্থানটি। বন ও পাশ দিয়ে বয়ে চলছে নদী, যা পিকনিকের পক্ষে অন্যতম স্থান। বছরের অন্যান্য সময়েও এই এলাকায় দেখা যায় মানুষের ভিড়। জঙ্গল থেকে অনেকটাই দূরে রয়েছে এলাকাটি। যার ফলে হাতি-সহ অন্যান্য বন্যপ্রাণীর আক্রমণের ভয় নেই এই পিকনিক স্পটটিতে।
advertisement
আরও পড়ুন- এবার থেকে দিঘার হোটেলে ‘প্রিয়জন’কে নিয়ে থাকতে চাইলে সাবধান! নতুন বছরে চালু হচ্ছে নতুন নিয়ম
গ্রীণ পার্ক পিকনিক স্পটটি পরিচালনার দায়িত্বে রয়েছে সেল্ফহেল্প গ্রুপের মহিলারা। মোট চব্বিশ জন মহিলা মিলে এই পিকনিক স্পটটি দেখভাল করেন।গ্রীণ পার্কে ঢুকতে জন প্রতি পনেরো টাকা করে নেওয়া হয়।ছোট গাড়ি নিয়ে ঢুকলে পঞ্চাশ টাকা ও বড় বাস ঢুকলে দু’শ টাকা পার্কিং চার্জ দিতে হয়।
এলাকাটির পরিচ্ছন্নতার জন্য কুড়িটি বাস্কেট বসানো রয়েছে। যারা পিকনিক করতে আসে তাদের অনুরোধ করা হয় বাস্কেটগুলি নোংরা ফেলানোর জন্য ব্যবহার করতে। শিশুদের জন্য দোলনা বসানো হয়েছে।ঘোড়া আনা হয়েছে। পিকনিক করতে আসা মানুষদের থেকে যা মিলবে তা জমিয়ে পিকনিক স্পটটির আরও উন্নতি করা হবে বলে জানা গিয়েছে।
অনন্যা দে