TRENDING:

জনধন অ্যাকাউন্টে টাকা তোলার হিড়িকে, সামাজিক দুরত্ব উধাও ব্যাঙ্কে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ:- জনধন যোজনার টাকা তুলতে লকডাউনের মধ্যেই চরম ভিড় মালদহের কালিয়াচকে। সাত সকাল থেকে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সামনে হাজির হাজার খানেকেরও বেশী পুরুষ ও মহিলা। লাইন দেখে প্রথমেই মনে আসবে নোট বন্দীর সময়ের স্মৃতি। সামাজিক দুরত্বের কোনো নিষেধ বা সর্তকতা রয়েছে তা মনে করায় ভুল।
advertisement

সকাল থেকে দুপুর পর্যন্ত একই ভাবে ভিড় ঠাসাঠাসি করে লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের চত্বর ছাড়িয়ে লাইন বিস্তৃত হয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক বরাবর। ব্যাঙ্ক কর্তৃপক্ষ বার বার বললেও কর্ণপাত করেনি গ্রাহকদের কেউই। লকডাউন পরিস্থিতিতে সকলেরই লক্ষ্য যত দ্রুত সম্ভব জনধন যোজনার টাকা তুলে বাড়ি মুখো হওয়া। শেষ পর্যন্ত ভিড় সামাল দিতে প্রথমে ঘটনাস্থলে পৌছয় কালিয়াচক থানার পুলিশ। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসায় শেষে মালদহের অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকারের নেতৃত্বে পুলিশ পৌছয়  ঘটনাস্থলে। লাঠি উঁচিয়ে গ্রাহকদের ভিড় সরিয়ে দেয় পুলিশ।

advertisement

এরপর দুপুর থেকে পুলিশী নজরদারিতে চলে সামাজিক দুরত্বের প্রচার। শুক্রবারও  কালিয়াচকে ব্যাঙ্ক,রেশনের দোকান এবং দৈনন্দিন বাজারে ব্যাপক ভিড় হয়। বাজার ও রেশনের দোকানে ভিড় সামাল দিতে ব্যস্ত পুলিশের এবার  মাথা ব্যাথার কারন হয়েছে জনধন অ্যাকাউন্টে টাকা তোলার হিড়িক। বিষয়টি নিয়ে বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার জানিয়েছেন, কোথাও ভিড় বা জমায়েত বরদাস্ত করা হবে না। সাধারন মানুষকে ক্রমাগত সচেতন করার চেষ্টা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Sebak Deb Sharma

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জনধন অ্যাকাউন্টে টাকা তোলার হিড়িকে, সামাজিক দুরত্ব উধাও ব্যাঙ্কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল