TRENDING:

Loksabha Elections 2024: ‘বঙ্গে বিজেপি-র হাত শক্ত করেছেন অধীর চৌধুরী’! প্রদেশ কংগ্রেস সভাপতিকে বিঁধে তীব্র আক্রমণ...যা বললেন ফিরহাদ হাকিম

Last Updated:

ফিরহাদ হাকিম এদিন আরও বলেন, ‘‘বাংলায় প্রকৃত 'কংগ্রেস' হল তৃণমূল কংগ্রেস। গণি খান চৌধুরি-র সিপিএমকে বঙ্গোপসাগরের ছুড়ে ফেলার স্বপ্ন পূরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণি খান যে জন্য আজ শান্তি পেয়েছেন। কিন্তু, গণির উত্তরসুরিরা সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছেন। যেদিন কংগ্রেস আর সি পি এম এক হয়েছে, সেদিনই কংগ্রেস কার্যত শেষ হয়ে গিয়েছে।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: লোকসভায় জিততে বিজেপির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট রয়েছেন অধীর চৌধুরীর। বিধানসভায় নিজের এলাকায় বিজেপিকে দু’টি আসনে জিতিয়েছেন তিনি। আর লোকসভায় বিজেপির সমর্থনে জিতবেন ভাবছেন। মালদহে দলীয় নির্বাচনী কর্মী সভায় এসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নাম করে এভাবেই নজিরবিহীন আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
advertisement

তিনি এদিন বলেন, ‘‘ইন্ডিয়া জোট সর্বভারতীয় ক্ষেত্রে রয়েছে। কিন্তু, এই রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতিই তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিচ্ছেন। নিজের এলাকায় ভোটে দাঁড়ানোর কথা বলছেন। তিনি এত কনফিডেন্ট কেন? আসলে বিজেপির হয়ে কাজ করছেন অধীর। বিধানসভা ভোটে নিজের সংসদীয় এলাকায় বিজেপিকে দু’টি আসনে জিতিয়েছেন।’’

ফিরহাদ হাকিম এদিন আরও বলেন, ‘‘বাংলায় প্রকৃত ‘কংগ্রেস’ হল তৃণমূল কংগ্রেস। গণি খান চৌধুরি-র সিপিএমকে বঙ্গোপসাগরের ছুড়ে ফেলার স্বপ্ন পূরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণি খান যে জন্য আজ শান্তি পেয়েছেন। কিন্তু, গণির উত্তরসুরিরা সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছেন। যেদিন কংগ্রেস আর সি পি এম এক হয়েছে, সেদিনই কংগ্রেস কার্যত শেষ হয়ে গিয়েছে।’’

advertisement

আরও পড়ুন: আসছে কালবৈশাখী…আকাশ কালো করে নাগাড়ে গর্জন.. তুমুল ঝড়বৃষ্টি! ১৭ জেলায় জারি হলুদ সতর্কতা

এদিন ফিরহাদ বলেন, মালদহে কংগ্রেস-সিপিএম জোটকে ভোট দেওয়া মানে আদতে বিজেপির সুবিধে করে দেওয়া। তাঁর কথায়, ‘‘মালদহে এবার লোকসভার দু’টি আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস। গণিখান চৌধুরী তৃণমূলের কাছেও শ্রদ্ধেয়। আমরাও গণিখানের সান্নিধ্যে ছিলাম। আমরাও গণিখানের স্বপ্নের শরিক ছিলাম। গণিখানের আদর্শ মানলে প্রকৃত কংগ্রেস আজ তৃণমূলই।’’

advertisement

আরও পড়ুন: ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে…কিন্তু, এখনও প্রকাশ হয়নি বঙ্গ বিজেপির প্রার্থী তালিকা! দিল্লিতে আজ সুকান্ত-শুভেন্দু

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

রবিবার বিকেলে মালদহ কলেজ অডিটরিয়ামে মালদহ উত্তর এবং মালদা দক্ষিণ এই দুই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং শাহনাজ আলি রায়হানের সমর্থনে কর্মিসভা করেন ফিরহাদ হাকিম। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে আক্রমণের পাশাপাশি নিশানা করেন প্রদেশ কংগ্রেস সভাপতিকেও। অধীর ইস্যুতে এদিন মালদহে আগাগোড়া চড়াসুর ধরা পড়েছে ফিরহাদ হাকিমের গলায়।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Loksabha Elections 2024: ‘বঙ্গে বিজেপি-র হাত শক্ত করেছেন অধীর চৌধুরী’! প্রদেশ কংগ্রেস সভাপতিকে বিঁধে তীব্র আক্রমণ...যা বললেন ফিরহাদ হাকিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল