রান্না ঘরে ঢুকে পড়ে চিতা বাঘটি। ফলে চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের ডায়না চা বাগানের শ্রমিকদের মধ্যে । ঘটনা টি প্রকাশ্যে আসে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ডায়না চা বাগানের আপার লাইনের বাসিন্দা নবীন মির্ধা তার রান্না ঘরের মধ্যে থেকে একটি জন্তুর উপস্থিতি টের পান। রান্না ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল । কাছে গিয়ে রান্না ঘুরে উঁকি মারতেই চোখ কপালে উঠে যায় নবীন বাবুর। খালি চোখে তিনি যা দেখেন তা বিশ্বাস করতে পারছিলেন না প্রথমে। কারণ রান্না ঘরে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ। তা দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়ারের কর্মীদের। ঘটনাস্থলে বন কর্মীরা।
advertisement
আরও পড়ুন - Semifinal Lineup: তৈরি শেষ চারের লড়াইয়ের লাইনআপ, জেনে নিন সেমিফাইনালের খুঁটিনাটি
তবে কি করে ঘরের ভেতরে চিতাবাঘ ঢুকে পড়ল তা এখনো জানতে পারেনি বন কর্মীরা। অনুমান করা হচ্ছে যেহেতু চারপাশে চা বাগান এবং চা বাগানের মধ্যেই শ্রমিক বস্তি হয়তো চা বাগান থেকেই কোনওভাবে চিতাবাঘটি খাবারের সন্ধানে সেই রান্নাঘরে ঢুকে পড়ে থাকতে পারে।
প্রায় ৪ ঘণ্টা প্রচেষ্টার পর বিন্নাগুরি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের বনকর্মীরা অবশেষে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে চিতাবাঘটিকে। চিতা বাঘটিকে খাঁচা বন্দি করে নিয়ে যাওয়া হল গোরুমারা জাতীয় উদ্যান।প্রাথমিক চিকিৎসার পর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রের খবর৷
Rocky Chowdhary