স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে স্থানীয় জনগণ ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পায়। এরপর কাছে যেতেই দেখা যায় একটি চিতাবাঘ খাঁচার ভেতরে ছোটাছুটি করছে। এই খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতরে। এরপর বনর্কর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘ উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই ওই এলাকায় লাগাতার চিতাবাঘের হামলা হচ্ছিল। যার জেরে আতঙ্কও বাড়ছিল। গ্রামের মানুষ বাড়ি ফিরতে বেশ ভয় পাচ্ছিলেন। এমনিতে ওদিককার গ্রামগুলিতে সন্ধ্যার পরেই চিতাবাঘের হানার খবর শোনা যায়। ওই এলাকায় বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল, হাঁস, মুরগি। এর থেকে বাঁচতে স্থানীয়রা বনদফতরের কাছে খাঁচা পাতার আবেদন জানিয়ে আসছিল বহুদিন ধরে। অবশেষে আশা মিটলষ। দিন কয়েক আগে বনদফতর সেই ব্যবস্থা করে। অবশেষে চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় স্বস্তি ফিরেছে।