TRENDING:

এখনও অধরা চিতাবাঘ ‘সচিন'

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। এখনও খোঁজ নেই সাফারি পার্কের বাসিন্দা চিতাবাঘ ‘সচিন’-এর। তার খোঁজে তল্লাশিতে ১০০জন বনকর্মী। আজ, শুক্রবার সকাল থেকেই চলছে জোর তল্লাশি। খোঁজ পেতে লাগানো হয়েছে ৭টি ট্র্যাপ ক্যামেরা । ওড়ানো হয়েছে ড্রোন । ১০টি খাঁচার স্থান পরিবর্তনও করা হয়েছে। তল্লাশি চালাচ্ছে চারটি কুনকি হাতিও । গতকাল, বৃহস্পতিবার পর্যন্ত পার্কে সাফারি বন্ধ থাকলেও, আজ শুক্রবার থেকে শুরু হয়েছে লেপার্ড সাফারি।
advertisement

কুড়ি হেক্টর এলাকা জুড়ে চিতাবাঘের এনক্লোজার। মঙ্গলবার সকালে বনকর্মীরা দেখতে পান, একটি চিতাবাঘ উধাও। সচিন নামের চিতাবাঘটি গাছে উঠে বসেছিল। সেই গাছ বেয়ে, চিতাবাঘটি আঠেরো ফুট উঁচু পাঁচিল ও তার উপরে থাকা ইলেকট্রিক ফেনসিং পেরিয়ে চলে যায়। চিতাবাঘের এনক্লোজার থেকে পালিয়ে তৃণভোজী প্রাণিদের এনক্লোজারে ঢুকে পড়ে সচিন। সেখানে তাকে দেখা যায়, গর্জনও শোনা যায়, কিন্তু ধরা যায়নি। বৃহস্পতিবারও তৃণভোজী প্রাণিদের এনক্লোজারের আশেপাশে তল্লাশি চালানো হয়। ওড়ানো হয় ড্রোনও। কিন্তু সচিনের দর্শন মেলেনি।

advertisement

তৃণভোজীদের এনক্লোজারে থাকলে সচিনকে ধরা অসম্ভব নয়। তবে ঘেরা এনক্লোজার টপকে যদি সংলগ্ন বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গলে চলে যায় চিতাবাঘ, তাহলে তার হদিশ মেলা মুশকিল! অন্যদিকে, বৈকুন্ঠপুরের দিকে চার জায়গায় চিতাবাঘের পায়ের ছাপ মেলায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

সচিন উধাও হওয়ায় বাড়তি নজর রাখা হয়েছে তার সঙ্গী সৌরভের উপরেও।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরও পড়ুন-এবার ‘সচিন’-এর খোঁজে ড্রোন, আনা হয়েছে ৪টি কুনকি হাতিও

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এখনও অধরা চিতাবাঘ ‘সচিন'