খড়িবাড়ির ডুমুরিয়া ও ভাল্লুকগাড়ায় অভিযান চালিয়ে বালিবোঝাই ট্রাক্টর ও বালিবোঝাই ডাম্পার বাজেয়াপ্ত করে। এদিকে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের গাড়ি আসতে দেখে পালিয়ে যায় ডাম্পার চালকরা। এদিন বিভিন্ন নদীঘাটে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করেছে খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতর।
আরও পড়ুন: ড্রোন দিয়ে ধান চাষ করবেন বাংলার চাষিরা! কবে থেকে দেখুন
advertisement
অন্যদিকে বাজেয়াপ্ত ট্রাক্টর ও ডাম্পারকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক প্রতিমা সুব্বা জানান, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালিয়ে সাফল্য পাওয়া গিয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন নদীঘাটে অভিযান চালানো হয়। আগামী দিনেও এমন অভিযান চলবে বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন: পুজোয় প্রচুর অর্ডার, তবুও হাসি নেই বাটিক শিল্পীদের!
জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ বন্ধ রয়েছে বালি উত্তোলন। তা সত্ত্বেও একেরপর এক বালি উত্তোলন ও পাচারের অভিযোগ আসছে। তবে প্রশাসনও বিষয়টি নিয়ে তৎপর আছে। তাই একের পর এক অভিযান চলছে।