মুর্শিদাবাদের লালগোলায় গত সেপ্টেম্বর মাসে আত্মহত্যা করেন আবদুল রহমান। তিনি গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদন করেছিলেন।
আরও পড়ুন: পা পিছলে লিফটের শ্যাফটে পড়ে গেল নাবালক, দিল্লির ফ্যাক্টরিতে ভয়াবহ দুর্ঘটনা
আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের অভিযোগ, আত্মহত্যার পর ঘটনার একটি সুইসাইড নোট উদ্ধার হয়। ওই সুইসাইড নোটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ কারা কারা এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অর্থ নিয়েছিলেন সেই তালিকার উল্লেখ ছিল। সেখানে বলা হয়েছিল চাকরির পেতে হলে দিতে হবে নির্দিষ্ট পরিমাণ টাকা। যদিও এই নিয়োগ সংক্রান্ত মামলায় তদন্ত করছে সিবিআই।
advertisement
কিন্তু আবদুল রহমানের মৃত্যুর তদন্তে চার্জশিট পেশ করেছে লালগোলা থানার পুলিশ। ওই চার্জশিটে আবদুল রহমানের নামের উল্লেখ রয়েছে। আইনজীবীর দাবি, মৃত ব্যক্তির নামেই চার্জশিট পেশ করেছে পুলিশ। তদন্ত সঠিকভাবে হয়নি বলে দাবি তাঁর।