জলপাইগুড়ির নাগরাকাটায় তাঁদের খুন করার পরিকল্পনা ছিল হামলাকারীদের। মাথা থেঁতলে খুন করার চক্রান্ত হয়েছিল বলে দাবি করেছেন খগেন মুর্মু। গত সোমবার দুপুরে খগেন এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পর সেখান থেকে গাড়িতে করে বেরিয়ে আসার সময়েই ফেসবুক লাইভ করেছিলেন শঙ্কর। দাবি করেছিলেন, হামলাকারীরা নিজেদের দিদির লোক বলে পরিচয় দিয়েছেন। বৃহস্পতিবার খগেনও একই দাবি করেন।
advertisement
নাগরাকাটার বামনডাঙা গ্রামে দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন খগেন এবং শঙ্কর। অভিযোগ, তাঁদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। সেই পাথরের আঘাতেই রক্তাক্ত হন খগেন। গত মঙ্গলবার জলপাইগুড়িতে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির হাসপাতালে মালদহ উত্তরের সাংসদকে দেখার পর তাঁর সঙ্গে কিছু ক্ষণ কথা বলেন মমতা। কথা বলেন সাংসদের স্ত্রী এবং সন্তানের সঙ্গেও। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী।