গতকাল বেআইনি ভাবে নার্সিং সেন্টার চালানোর অভিযোগে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার দিশারী নার্সিং সেন্টারে তালা ঝুলিয়ে দেয় স্বাস্থ্য দফতর। তদন্তে উঠে আসে পদ্মশ্রী করিমুল হকের নাম।
আরও পড়ুন: ‘দাদা, ওইটা দেখান তো…’ মুহূর্তে দোকানে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা! ক্যামেরা দেখে মাথায় হাত মালিকের
অভিযোগ, ক্রান্তির ধওলাগুড়ির বাড়িতে মাস ছয়েক আগে নার্সিং ট্রেনিং সেন্টার চালু করেছিল এই প্রতিষ্ঠান। সত্তর জনকে টাকার বিনিময়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তাতেই নাম জড়ায় ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুলের।
advertisement
আরও পড়ুন: পটল খেলে কি বীজও খেয়ে ফেলেন? শরীরে এর প্রভাব কী হয় জানুন
বৃহস্পতিবার জলপাইগুড়িতে এসে কোতোয়ালি থানা এবং স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ দায়ের করে তদন্তের দাবি জানান করিমুল হক। তাঁর দাবি, এই ভুয়ো কর্মকাণ্ডের জন্য তাঁর সম্মানহানি হয়েছে। ঘটনায় সিবিআই তদন্তের দাবিও জানান তিনি।
শান্তনু কর