TRENDING:

John Barla: উপনির্বাচনের আগেই কি শিবির বদল করবেন জন বারলা? জল্পনা এখন তুঙ্গে

Last Updated:

নাম না করলেই মনোজ টিগ্গাকে নিশানা করে বারলা বলেন, দীর্ঘদিন ধরে যেভাবে একই কথা বারবার বলে চলেছে বিজেপি অথচ কাজের বেলায় চা বাগানের উন্নয়নের কোনও ভূমিকা নিচ্ছে না তাঁর দল, তা সাধারণ মানুষের ক্ষোভের কারণ হয়ে উঠতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: বিজেপির বিরুদ্ধে এবার ক্ষোভ উগরে দিলেন দলের নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। মাদারিহাট উপনির্বাচনের আগে বিস্ফোরক তিনি। বিজেপি নেতৃত্বের একনায়কতন্ত্রের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রাক্তন গেরুয়া সাংসদ। নাম না করলেই মনোজ টিগ্গাকে নিশানা করে বারলা বলেন, দীর্ঘদিন ধরে যেভাবে একই কথা বারবার বলে চলেছে বিজেপি অথচ কাজের বেলায় চা বাগানের উন্নয়নের কোনও ভূমিকা নিচ্ছে না তাঁর দল, তা সাধারণ মানুষের ক্ষোভের কারণ হয়ে উঠতে পারে। আর এর পরেই জল্পনা তুঙ্গে, তাহলে কি জন বারলা যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে ?
উপনির্বাচনের আগেই কি শিবির বদল করবেন জন বারলা?
উপনির্বাচনের আগেই কি শিবির বদল করবেন জন বারলা?
advertisement

আরও পড়ুন– রাশিফল ৬ নভেম্বর: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

প্রসঙ্গত তাঁর বাড়িতে জেলা তৃণমূলের নেতারা হাজির হয়ে যাওয়ায় সেই প্রসঙ্গে চর্চা বেড়েছে ৷ শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য জল্পনা উড়িয়ে দিচ্ছেন না। তিনি জানিয়েছেন, শুধু প্রাক্তন সাংসদ কেন? বর্তমান সাংসদ, বিধায়কও যোগাযোগ রাখছেন ৷ তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্ব নেবে।

advertisement

আরও পড়ুন– বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?

আগামী ১৩ নভেম্বর মাদারিহাট কেন্দ্রে উপনির্বাচন। তার আগে প্রচার থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন বারলা। নাম না করে মনোজ টিগ্গার উদ্দেশ্যে প্রাক্তন সাংসদ বলেন, “এখানে ওয়ান আর্মি হিসাবে সব কিছু চলছে। কারোর সঙ্গে কোনও কথা না বলে। মাদারিহাটের উপ-নির্বাচনে আমার দুদিকে দুই ভাই, একদিকে গোর্খা একদিকে আদিবাসী। আমি ময়দানে নামলে গোর্খা আদিবাসী রাগ করবে। ‘ওয়ান ম্যান আর্মি’ হিসাবে কেউ যদি জেলা চালায় তাহলে কি চলবে? তাই এই ওয়ান ম্যান-এর জন্য কোনও লিডারশিপ নামছে না এইভাবে তো চলবে না,আপনারা বুঝবেন কাকে বলছি, এখন আমাকে ছাড়া জিতলে ভাল, চা বাগানের মানুষকে নিয়ে না চললে কেন বিশ্বাস করবে?”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গোটা বিষয়টি সুকান্ত মজুমদারকে জানিয়েছেন বলেও মন্তব্য করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এই পরিস্থিতিতে জন বারলার ডুয়ার্সের বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে তৃণমূলের রাজ্য সম্পাদক দীপেন প্রামাণিক ও জেলার মুখপাত্র দুলাল দেবনাথের বৈঠকের পরেই ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই জনের শিবির বদলের জল্পনা বাড়ছে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
John Barla: উপনির্বাচনের আগেই কি শিবির বদল করবেন জন বারলা? জল্পনা এখন তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল