জানা যাচ্ছে, বুধবার রাতে নিজের ঘর থেকে ময়নাগুড়ি শহরের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবম শ্রেণির ছাত্রী ময়ূরাক্ষী দে-র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই বছর ২৬ অগাস্ট চন্দননগরে ২০ তম ন্যাশনাল যোগা স্পোর্টস ২০২৫-এ দু’টি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন ময়ূরাক্ষী। তাঁর মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
আরও জানা যাচ্ছে, যোগা প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল ময়ূরাক্ষীর। কিন্তু তার আগেই ঘটে গেল অঘটন। স্বাভাবিকভাবেই নবম শ্রেণির এই প্রতিভাবান ছাত্রীর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
কেন, কী কারণে এই আত্মহত্যার ঘটনা সেটা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আলোর উৎসব দীপাবলি ঘিরে রাজ্যজুড়ে উৎসবের আমেজ। এর মধ্যে জলপাইগুড়িতে মর্মান্তিক ঘটনা। যোগা চাম্পিয়ন ছাত্রীর আত্মহত্যাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য। মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
Suicide disclaimer
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)