গত এক মাসেরও বেশি সময় ধরে বৃষ্টির জলে জলমগ্ন হয়ে রয়েছে স্কুল চত্ত্বর। জল থইথই করছে চারদিক৷ জল বের হওয়ার পথ না থাকায় স্কুল পরিণত হয়েছে ডোবা খানায়। এদিকে স্কুলে ঢোকার রাস্তা না থাকায় জল পেরিয়ে যাতায়াত করতে হয় ছাত্রছাত্রীদের। প্রতিবাদে এদিন জলপাইগুড়ির বালা পাড়া তিস্তার চর এসসি প্রাথমিক বিদ্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করেন অবিভাবকেরা।
advertisement
অভিযোগ, এর আগে একাধিকবার স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাতে কাজ হয়নি। বিডিও ও প্রধান এসে পরিস্থিতি খতিয়ে দেখে পদক্ষেপ করুক, এই দাবিতে চলে বিক্ষোভ। আর এরপরেও পদক্ষেপ না হলে পাশেই ২৭ ডি জাতীয় সড়ক, সেই সড়ক অবরোধের হুমকি দেন অবিভাবকেরা। এরই মধ্যে অবিভাকদের মধ্যে বেশ কয়েক জন এসে তালা খুলতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অবিভাবিকাদের গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ।
শান্তনু কর