শুক্রবার পুজো ও ফিতে কেটে রাস্তার কাজের সূচনা হয়। বাতাবাড়ি তরুণ সংঘ মোর থেকে পূর্ব বাতাবাড়ি সি এম উচ্চ বিদ্যালয় হয়ে দক্ষিণ ধুপঝোরা ভবেশ্বর পাড়া পর্যন্ত প্রায় ১.৫ কিমি পিচের ওই রাস্তা করা হবে।
আরও পড়ুনঃ এ যেন সিনেমার শুটিং! জাতীয় সড়ক থেকে উড়ে গিয়ে গাছের উপর পড়ল গাড়ি, জখম ৩
advertisement
রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তার কাজে ব্যয় হবে ৪৩ লক্ষ ১৩ হাজার টাকা। এতদিন রাস্তাটির বেহাল দশা থাকায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে বহু জনগণের যাতায়াতের সমস্যা হত। দীর্ঘদিন ধরেই এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে ছিল। অবশেষে এদিন রাস্তার কাজের সূচনায় খুশি এলাকার সকলেই।
এদিন রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রেজাউল বাকী, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, সদস্য মাহিন রায়, মাটিয়ালী বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমণি ওরাওঁ-সহ অন্যান্য বিশিষ্টবর্গরা।
