সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার আভাস আগেই দিয়েছিলেন ওই ছাত্রী। যা দেখে তাঁকে বাঁচানোর জন্য ছুটে যান তিন বন্ধু। কিন্তু সহপাঠীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তিনজনই। পুলিশ তাঁদের আটক করে। আক্রান্ত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু তারপরে সামনে এল আসল ঘটনা।
আরও পড়ুন : খুদে চ্যাম্পিয়ন! কেরলে বাজিমাত করে আন্তর্জাতিক আসরে নাম কাকদ্বীপের
advertisement
উল্লেখ্য, সহপাঠীর দেওয়া স্টেটাস দেখে তাঁকে বাঁচাতে ছুটে যান তিন পড়ুয়া। কিন্তু তাঁকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হন তিন বন্ধু। তিন পড়ুয়া উদ্ধার করতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে পুলিশকে। পরে তিন বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে যায়, প্রেমঘটিত সম্পর্কে জটিলতার কারণে পৃথিবী থেকে নিজের নাম মুছে দেওয়ার সিদ্ধান্ত নেন ওই ছাত্রী। প্রেমিক বিবাহিত জানতে পেরে এই পদক্ষেপ।
আরও পড়ুন : বছরজুড়ে টানাটানি, কিন্তু দুর্গাপুজোতেই স্বপ্নপূরণ! ‘এই’ শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে
এই ঘটনার পর মৃতা ছাত্রীর পরিবারের পক্ষ থেকে শীতলকুচির বাসিন্দা এক যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত তিন ছাত্রের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ছাত্রীর পরিবারের সদস্যরা। পরিবার ও স্থানীয়দের তিন বন্ধুকে বুঝতে ভুল হয়েছিল বলে তাঁরা জানিয়েছেন। এছাড়াও তিন বন্ধু যেভাবে সহপাঠীকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন, তারও প্রশংসা করেছেন তাঁরা। ক্লিনচিট দেওয়ায় তিন পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয়েছে।