এ দিন কয়েকজন স্থানীয় বাসিন্দা বেরুবাগ নদীতে মাছ ধরতে গিয়ে প্রথমে একটি বিশাল অজগর দেখতে পান। মুহূর্তের মধ্যে নদীর ধারে আরও একটি অজগরের দেখা মেলে। হঠাৎ দু’টি সাপ চোখে পড়তেই আতঙ্কে নদী থেকে তড়িঘড়ি উঠে আসেন গ্রামবাসীরা। খবর ছড়িয়ে পড়তেই অজগর দেখতে ভিড় জমে যায় এলাকায়।
advertisement
পরে এলাকার কয়েকজন যুবক সাহসিকতার সঙ্গে সাপ দু’টিকে উদ্ধার করে একটি ফাঁকা মাঠে নিয়ে আসেন এবং রশি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা। মোরাঘাট রেঞ্জের খট্টিমারি বিটের বনকর্মীরা দু’টি অজগরকে নিজেদের হেফাজতে নেয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর অজগর দুটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ রাইড চড়তে ভালবাসেন! টয় ট্রেনে ওঠার আগে সাবধান! মনসা মেলায় কী ঘটেছে দেখুন
এদিকে স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে এলাকায় অজগরের উৎপাত বাড়ছে। প্রায়ই গ্রামবাসীদের বাড়ির উঠোনে ঢুকে হাঁস-মুরগি শিকার করছে এই সাপ। ফলে আতঙ্কে দিন কাটছে তাঁদের।