পরিবার সূত্রে জানা যাচ্ছে, বিগত পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন জয়জিৎ। সকাল বেলা তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় কিশোরের। পরিবারের দাবি, পরিবারে আরও বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত রয়েছেন। সেই সঙ্গেই গ্রামেও জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুনঃ পুজোর আগে নতুন রূপে উত্তরবঙ্গ! পর্যটকদের জন্য বিশেষ চমক, মিস করলে হাত কামড়াবেন
advertisement
একদিকে রাজগঞ্জ ব্লকে ‘ইঁদুর জ্বর’ স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়িয়েছে, অন্যদিকে জ্বরে আক্রান্ত হয়ে ধূপগুড়িতে কিশোরের মৃত্যুতে আরও বাড়ল চিন্তা। গোটা ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়।
জানা যাচ্ছে, জ্বরে আক্রান্ত হয়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে প্রায় ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। একদিকে রাজগঞ্জ ব্লকে ‘ইঁদুর জ্বর’, অন্যদিকে জ্বরে আক্রান্ত হয়ে ধূপগুড়িতে কিশোরের মৃত্যু- দুইয়ের জেরে স্বাস্থ্য দফতরের চিন্তা বেড়েছে। প্রয়াত কিশোরের পরিবারের দাবি, পরিবারের আরও বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত। সেই সঙ্গেই গ্রামেও জ্বরের প্রকোপ বেড়েছে।