TRENDING:

মাদক কিনতে বাড়ির রেশন বিক্রি! হাতেনাতে পাকড়াও যুবক, তারপর...! জলপাইগুড়িতে যা ঘটল

Last Updated:

Jalpaiguri News: বাড়ির ৩ সদস্যের বিনামূল্যে পাওয়া সরকারি রেশন দু'শো টাকায় বিক্রি করে দিয়েছিলেন ওই যুবক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, শান্তনু করঃ মাদকের নেশা করবেন বলে বিক্রি করে দিয়েছিলেন পরিবারের রেশন। জলপাইগুড়ির স্টেশন রোডে হাতেহাতে পাকড়াও যুবক। ইতিমধ্যেই তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকার যুবকরা।
মাদক কিনতে এসে হাতেহাতে পাকড়াও যুবক
মাদক কিনতে এসে হাতেহাতে পাকড়াও যুবক
advertisement

জানা যাচ্ছে, বাড়ির ৩ সদস্যের বিনামূল্যে পাওয়া সরকারি রেশন দু’শো টাকায় বিক্রি করে দিয়েছিলেন ওই যুবক। এরপর সেই টাকা দিয়ে জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডে মাদক কিনতে আসেন তিনি। তখনই পাড়া পাহারার দায়িত্বে থাকা যুবকদের নজরে পড়ে যান রশিদুল মহম্মদ।

আরও পড়ুনঃ পথকুকুর নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ! পুরনিগমের উদ্যোগে শহরের রাস্তায় কমতে পারে চারপেয়েদের দাপট

advertisement

রশিদুল পিলখানা কলোনি এলাকার বাসিন্দা। ৭ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডে মাদক কিনতে এসে পাড়া পাহারার দায়িত্বে থাকা যুবকদের নজরে পড়ে যান তিনি। দু’জন পালিয়ে গেলেও ধরা পড়ে যান রশিদুল। মারধর দিয়ে হাঁটিয়ে কোতয়ালী থানায় নিয়ে গিয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেন এলাকার যুবকরা।

উল্লেখ্য, ব্রাউন সুগার বা বিএস-এর কারবারের কারণে জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড ও সংলগ্ন এলাকার পরিবেশ নষ্ট হতে বসেছে বলে অভিযোগ। গত শনিবার পাড়ায় সমাধান শিবিরে ব্রাউন সুগার কেনাবেচা বন্ধের দাবিতে সরব হয়েছিলেন জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন ২ নম্বর ঘুমটি, নতুন পাড়া, ভাটিয়া বিল্ডিং এলাকার বাসিন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সম্প্রতি নিজেরাই ‘অ্যাকশনে’ নামেন। আর্থ মুভার্স এনে দুই মাদক কারবারির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। ব্রাউন সুগার কিনতে এসে হাতেনাতে আটকও হন পাঁচ মাদকাসক্ত। মারধর করে তাঁদের কোতয়ালী থানার পুলিশের হাতে তুলে দেন এলাকা পাহারার দায়িত্ব পাওয়া বাহিনীর সদস্যরা। এবার বাড়ির রেশন বিক্রি করে মাদক কিনতে আসা রশিদুলকেও পুলিশের হাতে তুলে দিলেন এলাকার যুবকরা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মাদক কিনতে বাড়ির রেশন বিক্রি! হাতেনাতে পাকড়াও যুবক, তারপর...! জলপাইগুড়িতে যা ঘটল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল