জানা যাচ্ছে, নিহত মহিলার নাম প্রমীলা ওরাও (৩৫)। বৃহস্পতিবার সকালে বাড়ির ভিতর থেকে মহিলার রক্তাক্ত দেহ মেলে। ময়নাগুড়ি থানায় খবর যেতেই তৎক্ষণাৎ ছুটে আসে পুলিশ। উদ্ধার করে রক্তে ভেসে যাওয়া মহিলার দেহ।
advertisement
আরও পড়ুনঃ গলা ক্ষতবিক্ষত! নির্জন রাস্তার ধারে র*ক্তাক্ত অবস্থায় উদ্ধার… এমন বীভৎসতা চোখে দেখা দায়
স্থানীয় সূত্রে খবর, করম পুজোর মেলা থেকে ফিরে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। তার জেরেই এই খুনের ঘটনাটি বলে অনুমান। পারিবারিক অশান্তির জেরে স্বামীর রোষের শিকার স্ত্রী। কুড়ুল দিয়ে আঘাত করে প্রাণে মারা হয়েছে তাঁকে। প্রমীলা ওরাওয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত স্বামী রাজকুমার ওরাও পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। অভিযুক্ত স্বামীর খোঁজে আশপাশের বিভিন্ন এলাকায় তন্নতন্ন করে তল্লাশি শুরু করেছে পুলিশ।