আরও পড়ুনঃ নদীতে মাছ ধরতে গিয়ে পিলে চমকে উঠল! বিশালাকার অজগর… কী সাংঘাতিক কাণ্ড ঘটল জানেন?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে নুর আজমের একটি ছাগল প্রতিবেশীর বাড়ির গাছের পাতা খেতে যায়। এ নিয়ে প্রথমে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, সেই সময় নুর আজমের ছাগলটিকে যদির মহম্মদ পিটিয়ে মেরে ফেলেন। ছাগল হত্যার প্রতিবাদ করলে আজমের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ।
advertisement
আজমকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর স্ত্রী রুমকি পারভিন। তিনিও হামলার শিকার হন। পাশাপাশি সংঘর্ষে আহত হন অভিযুক্ত পক্ষের মমতা বেগমও। তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় আজম ইসলামকে প্রথমে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে।
এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহতের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।