TRENDING:

প্রতিবেশীর ছাগলকে পিটিয়ে হত্যা! মালিকের মাথায় ধারালো অস্ত্রের কোপ, কোন 'অপরাধে' এমন নৃশংস শাস্তি জানেন?

Last Updated:

প্রতিবেশীর গাছের পাতা খাওয়ার ‘অপরাধে’ একটি ছাগলকে পিটিয়ে খুন করা হয়। প্রতিবাদ করায় ছাগলের মালিককে ধারালো অস্ত্রের কোপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ গাছের পাতা খাওয়ার অভিযোগে ছাগল পিটিয়ে হত্যা। এই ঘটনার প্রতিবাদ করায় ছাগলের মালিককে ধারালো অস্ত্রের কোপ। ছাগলের গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ধূপগুড়ি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মসজিদপাড়া এলাকায়। অভিযোগ, প্রতিবেশীর গাছের পাতা খাওয়ার ‘অপরাধে’ একটি ছাগলকে পিটিয়ে খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে এগিয়ে আসতেই প্রতিবেশীর হামলার শিকার হন ছাগলের মালিক নুর আজম। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়ে তিনি। বর্তমানে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি আহত ব্যক্তি।
গাছের পাতা খাওয়ার অভিযোগে ছাগল পিটিয়ে হত্যা
গাছের পাতা খাওয়ার অভিযোগে ছাগল পিটিয়ে হত্যা
advertisement

আরও পড়ুনঃ নদীতে মাছ ধরতে গিয়ে পিলে চমকে উঠল! বিশালাকার অজগর… কী সাংঘাতিক কাণ্ড ঘটল জানেন?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে নুর আজমের একটি ছাগল প্রতিবেশীর বাড়ির গাছের পাতা খেতে যায়। এ নিয়ে প্রথমে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, সেই সময় নুর আজমের ছাগলটিকে যদির মহম্মদ পিটিয়ে মেরে ফেলেন। ছাগল হত্যার প্রতিবাদ করলে আজমের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুনঃ  জলপাইগুড়িতে ডায়াগনস্টিক সেন্টারে কর্মীর রহস্যমৃত্যু! পরিবারের নিশানায় চিকিৎসক দম্পতি, ক্লিনিকের সিল ভেঙে ঢুকল ফরেনসিক দল

আজমকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর স্ত্রী রুমকি পারভিন। তিনিও হামলার শিকার হন। পাশাপাশি সংঘর্ষে আহত হন অভিযুক্ত পক্ষের মমতা বেগমও। তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় আজম ইসলামকে প্রথমে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহতের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
প্রতিবেশীর ছাগলকে পিটিয়ে হত্যা! মালিকের মাথায় ধারালো অস্ত্রের কোপ, কোন 'অপরাধে' এমন নৃশংস শাস্তি জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল