ডুয়ার্সের বাজার ছেয়েছে বিদেশি, ভিন রাজ্যের কমলালেবু! বাদ নেই জলপাইগুড়ি জেলাও।বাজারগুলোতে ছেয়ে গিয়েছে শীতের ফল কমলালেবু। সন্ধে নামলেই ফুরফুরে ঠান্ডা হিমেল বাতাস, শীতের আগমনের বার্তা দিচ্ছে।
আর শীত মানেই দুপুরে খাওয়া দাওয়ার পর রোদ পোহাতে পোহাতে স্বাস্থ্যগুণে ভরপুর কমলা লেবু খাওয়ার আনন্দ।
তবে প্রত্যেক বছরের মতো এবারেও শীতের শুরুতে কমলাপ্রেমীদের ভরসা সেই ভুটান আর নাগপুরের লেবু। জলপাইগুড়ির একটি বাজারেও দেখা নেই দার্জিলিং-এর কমলার।
advertisement
নাগপুর আর ভুটানের লেবুই বাজারে বিকোচ্ছে দেদার। খেতেও যেমন মিষ্টি, দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে।আবহাওয়ায় দফতরের পূর্বাভাস কয়েক দিনের মধ্যেই পরিবর্তন হবে তাপমাত্রার।
তবে এই মুহূর্তে চিরাচরিত দার্জিলিংয়ের কমলা লেবুর দেখা না পাওয়ায় অগত্যা সেই নাগপুরেরই জয়জয়কার। তার সঙ্গে পাল্লা দিচ্ছে ভুটানের কমলাও।
এই দুই জায়গায় কমলালেবু খেতেও ভাল, দামও মাত্র ১০ টাকা করে। আকারে যেগুলো বড় সেগুলির দাম মাত্র ১৫টাকা একটি লেবু দাম। তাই দার্জিলিংয়ের লেবু না পেয়ে এখন বিদেশি আর ভিন্ন রাজ্যের লেবুরই পাল্লা ভারি!
সুরজিৎ দে