ব্রাউন সুগার বা বিএস-এর কারবারের কারণে জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড ও সংলগ্ন এলাকার পরিবেশ নষ্ট হতে বসেছে বলে অভিযোগ। শনিবার পাড়ায় সমাধান শিবিরে ব্রাউন সুগার কেনাবেচা বন্ধের দাবিতে সরব হয়েছিলেন জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন ২ নম্বর ঘুমটি, নতুন পাড়া, ভাটিয়া বিল্ডিং এলাকার বাসিন্দারা।
আরও পড়ুনঃ দুর্গাপুজোর আগে মাথায় হাত! বড় চ্যালেঞ্জের মুখে মৃৎশিল্পীরা, ফিরিয়ে দিতে হচ্ছে প্রতিমার বায়না
advertisement
অভিযোগ, স্টেশন সংলগ্ন এই তিন এলাকাতেই চলে কারবার। অভিযোগ শুনে রাতে বাসিন্দাদের নিয়ে কোতয়ালী থানায় যান চেয়ারম্যান পাপিয়া পাল। ২২ জন কারবারির নামের তালিকা পুলিশের হাতে তুলে দেন। ৭ দিনের মধ্যে পদক্ষেপের আশ্বাস দেয় পুলিশ।
কিন্তু পুলিশের অপেক্ষায় বসে না থেকে এবার নিজেরাই তৈরি করলেন বাহিনী। ৪৫ জন যুবক এবং ১৫ জন যুবতীকে দেওয়া হয়েছে পাড়া পাহাড়ার দায়িত্ব। এলাকায় ব্রাউন সুগার আসক্তদের দেখলেই পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি দুই মাদক কারবারির বাড়িও ভেঙে দিলেন বাহিনীর সদস্যরা। পুনরায় কারবার শুরু করলে এলাকাছাড়া করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।