TRENDING:

Toto: যানজটের জ্বালা থেকে এবার মিলবে মুক্তি! টোটো নিয়ে কড়া পদক্ষেপ, বিরাট 'অ্যাকশন' নিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা

Last Updated:

টোটো একদিকে যেমন আশীর্বাদ ঠিক সেই রকমই আবার কোনও কোনও সময় তা অভিশাপে পরিণত হচ্ছে। আর এরই পরিপ্রেক্ষিতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে জলপাইগুড়ি পুরসভা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তনু কর, জলপাইগুড়ি: টোটো একদিকে যেমন আশীর্বাদ ঠিক সেই রকমই আবার কোনও কোনও সময় তা অভিশাপে পরিণত হচ্ছে। এমনটাই বলতে শোনা গেল জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে। আর এমন মন্তব্যের পাশাপাশি প্রশাসনিক বৈঠকে শহরের যানজট ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপ নিল জলপাইগুড়ি পৌরসভা।
জলপাইগুড়ি শহরে টোটো নিয়ন্ত্রণে পদক্ষেপ
জলপাইগুড়ি শহরে টোটো নিয়ন্ত্রণে পদক্ষেপ
advertisement

শহরে মাত্রাহীনভাবে টোটোর আগমনের ফলে যানজট সমস্যা দিন দিন সাধারণ মানুষদের সমস্যার মুখে ফেলছে। এমন পরিস্থিতিতে এবার জলপাইগুড়ি পুরসভা একাধিক পদক্ষেপ গ্রহণ করবে বলেই জানিয়েছেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। লাগাম ছাড়া টোটো নিয়ন্ত্রণের পাশাপাশি হকারদের ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এখানে ওখানে দোকান খুলে বসে গিয়েছেন তাদের ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণ করে শহরকে যানজট মুক্ত করা হবে বলেও জানানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: ২৫০ বিঘা বেহাত হওয়া সরকারি জমিতে ইটভাটা, মাছের ভেড়ি! উদ্ধারে ‘অ্যাকশন’ শুরু, জানুন কী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

জলপাইগুড়ি পুরসভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে পুলিশকে সঙ্গে নিয়ে শুরু হবে অভিযান। কোনও টোটো জাতীয় সড়ক পার করে জলপাইগুড়ি শহরে প্রবেশ করতে পারবে না। এছাড়াও জলপাইগুড়ি শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় টোটো যাত্রী তুলতে পারবেনা। সেই সকল জায়গাগুলি চিহ্নিত ইতিমধ্যেই করা হয়েছে। তবে যাত্রী নামিয়ে ফাঁকা টোটো আনা যাবে।

advertisement

আরও পড়ুন: সপ্তাহান্তে উত্তরবঙ্গ ট্যুর! কেমন থাকবে পাহাড়ের আবহাওয়া, রোদ ঝলমলে দিন না বৃষ্টি! জানুন আজকের মেগা আপডেট

এছাড়াও লাগামছাড়া টোটোর কারণে যানজট সমস্যা থেকে শহরকে মুক্ত করতে কালার কোড ব্যবহার করা হবে। ব্যবহার করা হবে কিউআর কোড। এছাড়াও টোটোর জন্য বিকল্প রুট ম্যাপ তৈরি করা হবে। পাশাপাশি ফুটপাত দখল মুক্ত করতেও সোমবার থেকে পদক্ষেপ নেবে পুরসভা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

মূলত শহরকে যানজট মুক্ত করার জন্য শুক্রবার পুলিশ প্রশাসন এবং টোটো চালকদের সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে এমন একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে জলপাইগুড়ি পৌরসভার এই সিদ্ধান্তে আপত্তি তুলেছে শ্রমিক সংগঠন। তাদের পাল্টা দাবি টোটো না আটকে শহরকে ওয়ান ওয়ে করা হোক। তৃণমূলের টোটো চালক সংগঠনের তরফে এমন দাবি তোলা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Toto: যানজটের জ্বালা থেকে এবার মিলবে মুক্তি! টোটো নিয়ে কড়া পদক্ষেপ, বিরাট 'অ্যাকশন' নিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল