শহরে মাত্রাহীনভাবে টোটোর আগমনের ফলে যানজট সমস্যা দিন দিন সাধারণ মানুষদের সমস্যার মুখে ফেলছে। এমন পরিস্থিতিতে এবার জলপাইগুড়ি পুরসভা একাধিক পদক্ষেপ গ্রহণ করবে বলেই জানিয়েছেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। লাগাম ছাড়া টোটো নিয়ন্ত্রণের পাশাপাশি হকারদের ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এখানে ওখানে দোকান খুলে বসে গিয়েছেন তাদের ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণ করে শহরকে যানজট মুক্ত করা হবে বলেও জানানো হয়েছে।
advertisement
জলপাইগুড়ি পুরসভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে পুলিশকে সঙ্গে নিয়ে শুরু হবে অভিযান। কোনও টোটো জাতীয় সড়ক পার করে জলপাইগুড়ি শহরে প্রবেশ করতে পারবে না। এছাড়াও জলপাইগুড়ি শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় টোটো যাত্রী তুলতে পারবেনা। সেই সকল জায়গাগুলি চিহ্নিত ইতিমধ্যেই করা হয়েছে। তবে যাত্রী নামিয়ে ফাঁকা টোটো আনা যাবে।
এছাড়াও লাগামছাড়া টোটোর কারণে যানজট সমস্যা থেকে শহরকে মুক্ত করতে কালার কোড ব্যবহার করা হবে। ব্যবহার করা হবে কিউআর কোড। এছাড়াও টোটোর জন্য বিকল্প রুট ম্যাপ তৈরি করা হবে। পাশাপাশি ফুটপাত দখল মুক্ত করতেও সোমবার থেকে পদক্ষেপ নেবে পুরসভা।
মূলত শহরকে যানজট মুক্ত করার জন্য শুক্রবার পুলিশ প্রশাসন এবং টোটো চালকদের সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে এমন একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে জলপাইগুড়ি পৌরসভার এই সিদ্ধান্তে আপত্তি তুলেছে শ্রমিক সংগঠন। তাদের পাল্টা দাবি টোটো না আটকে শহরকে ওয়ান ওয়ে করা হোক। তৃণমূলের টোটো চালক সংগঠনের তরফে এমন দাবি তোলা হয়েছে।