TRENDING:

অভাব জয় করে স্বপ্নের আকাশে, বিস্ময়ের নাম হায়দার আলি! জলপাইগুড়িতে রাস্তাও হল তাঁর নামে

Last Updated:

গ্রামের কৃতী মেধাবী ছাত্রের নামে তৈরি হবে রাস্তা। সেই রাস্তায় হেঁটে উৎসাহিত হবেন গ্রামের অন্যান্য ছাত্রছাত্রীরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: পড়াশোনাকে উৎসাহ দিতে এবার অন্য পথে হাঁটল জলপাইগুড়ি জেলা পরিষদ। গ্রামের কৃতী মেধাবী ছাত্রের নামে তৈরি হবে রাস্তা। সেই রাস্তায় হেঁটে উৎসাহিত হবেন গ্রামের অন্যান্য ছাত্রছাত্রীরাও।
হায়দার আলি
হায়দার আলি
advertisement

রবিবার জলপাইগুড়ি সদর ও রাজগঞ্জ ব্লকের সংযোগকারী তিন কিলোমিটার রাস্তার শিলান্যাস করলো জলপাইগুড়ি জেলা পরিষদ। রাস্তাটি তৈরি হবে এলাকার কৃতী ছাত্র হায়দার আলির নামে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি তে গবেষণা করছেন হায়দার। অত্যন্ত গরীব পরিবারের ছেলে। আর্থিক অনটন পরিবারের প্রতিদিনের সঙ্গী। তার মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়ে আজ সকলের চোখে দৃষ্টান্ত সে।

advertisement

রাস্তার শিলান্যাস

আরও পড়ুন: ছাদে বাগানের শখ? গাছের চারার সেরা ঠিকানা বাগনান! গেলেই মনে হবে স্বর্গরাজ্য

আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে এবার বিরাট পদক্ষেপ সিবিআইয়ের, তলবের তালিকায় দারুণ চমক!

এর আগে খেলাধুলায় উৎসাহ বাড়াতে এশিয়াডে সোনা জয়ী পলাতকা গ্রাম পঞ্চায়েতের মেয়ে স্বপ্না বর্মনের নামে রাস্তা তৈরি করেছে জেলা পরিষদ। হায়দার আলির নামে এই রাস্তাটি তৈরি করতে খরচ ধরা হয়েছে ৬৬ লক্ষ টাকা। শিলান্যাস অনুষ্টানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সভাপতি উত্তরা বর্মন, সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ।

advertisement

উপস্থিত ছিলেন হায়দার আলিও। তাঁর নিজের নামে তৈরি হচ্ছে রাস্তা তাতে খুশি হায়দার। কয়েক হাজার মানুষ এই পথ দিয়ে নিয়মিত যাতায়াত করেন। নতুন করে তৈরি হবে রাস্তা। তা সকলের উপকারে লাগবে এই ভেবেই খুশি হায়দার।

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটায় আপনিও বানাতে পারেন বহু প্রাচীন 'মন্থল' মিষ্টি, রইল রেসিপি
আরও দেখুন

শান্তনু কর

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অভাব জয় করে স্বপ্নের আকাশে, বিস্ময়ের নাম হায়দার আলি! জলপাইগুড়িতে রাস্তাও হল তাঁর নামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল