জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চানাডিপা এলাকায় ৯ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতেই এলাকার বাসিন্দারা আলুর ক্ষেতে বিশাল ওই অজগরটি দেখতে পান। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই খবর চাওর হতেই সাপ দেখার জন্য কৌতুহলি মানুষজনের ভিড় জমতে শুরু করে এলাকায়।
আরও পড়ুনঃ চিলাপাতা জঙ্গলের রাস্তায় আতঙ্ক! এই বুঝি বেরিয়ে এল…! স্কুলে যেতে ভয় পড়ুয়াদের, দলবেঁধে যাতায়াত
advertisement
উদ্ধার হওয়া অজগর সাপ
পরিস্থিতি বুঝে এলাকার কয়েকজন সাহসী যুবক সাপটিকে উদ্ধার করতে তৎপর হয়। খবর দেওয়া হয় খট্টিমারি বিটের বনকর্মীদের। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অজগরটিকে উদ্ধার করেন।
আরও পড়ুনঃ টোটোকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পুলকার! আহত স্কুল পড়ুয়া, প্রশ্নের মুখে চালক
স্থানীয় বাসিন্দাদের অনুমান, খাবারের সন্ধানেই পাশের খট্টিমারি জঙ্গল থেকে সাপটি বেরুবাক নদী হয়ে এসে লোকালয়ে ঢুকে পড়ে। এর আগেও এই এলাকা থেকে একাধিকবার অজগর উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। আর যার ফলে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
বন দফতর সূত্রে জানানো হয়েছে, অজগর সাপটিকে উদ্ধার করা হয়েছে। পর্যবেক্ষণের পর নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
