TRENDING:

শতায়ু হয়েও ফের শৈশবের চমক! নাতি-নাতনিরা আনন্দে যা করল, জানলে অবাক হবেন আপনিও

Last Updated:

বয়সে শতায়ু হয়েও আবার নতুন দাঁত গজাল। এই বিরল ঘটনাকে কেন্দ্র করে আয়োজন করা হয় ‘মুখে ভাত’ অনুষ্ঠান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, শান্তনু কর : সেঞ্চুরি করেছেন অনায়াসে। ভোটার কার্ড অনুযায়ী বয়স ১০২ হলেও, নিজে দাবি করেন ১১৩ বছর। ১০০র কোঠা পার করে আজও নৃপেন্দ্র বর্মন শক্ত-সমর্থ। দক্ষিণ দিনাজপুরের সীমান্তঘেঁষা কোচবিহার জেলার বড় হলদিবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি নিজে স্বাক্ষী থাকলেন এক বিষ্ময়কর ঘটনার।
মুখে ভাতের অনুষ্ঠান।
মুখে ভাতের অনুষ্ঠান।
advertisement

সম্প্রতি তাঁর আবার দাঁত গজিয়েছে! জানা গিয়েছে, কয়েকদিন আগে মুখে মাড়ির মধ্যে অস্বস্তি টের পান নৃপেন্দ্রবাবু। পরিবারের সদস্যরা প্রথমে সাধারণ সমস্যা ভেবে গুরুত্ব দেননি। কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা যায় মাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে তিনটি সাদা দাঁত। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

আরও পড়ুন : শিলিগুড়ি থেকে দার্জিলিং, আজকের আকাশে রোদ না মেঘ? উত্তরবঙ্গের আবহাওয়ার বড় আপডেট

advertisement

অন্যদিকে, এই ঘটনায় পরিবারে নেমে আসে খুশির জোয়ার। নাতি-নাতনিদের দাবি, আমাদের দাদু একেবারেই অদ্ভুত! বয়সে শতায়ু হয়েও আবার নতুন দাঁত গজাল। আর এমন ঘটনাকে উপযাপন করতে কসুর করেন নি নাতি নাতনিরা। এই বিরল ঘটনাকে কেন্দ্র করে আয়োজন করা হয় এক অভিনব ‘মুখে ভাত’ অনুষ্ঠান।

আরও পড়ুন : ঐতিহাসিক রাজবাড়ি দিঘিতে পর্যটকদের জন্য নতুন চমক! জানলে খুশি হবেন আপনিও

advertisement

মুখে ভাত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অনেকে। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গ্রামবাসী থেকে শুরু করে এলাকার বিভিন্ন ব্যক্তি হাজির হয়েছিলেন। এমনকি এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু ভুটিয়া এবং সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরাও।

আরও পড়ুন : চোখের পলকে সব শেষ হয়ে গেল! রাস্তার মোড়ে আচমকা ঘটে গেল এমন কিছু, স্তম্ভিত প্রত্যেকেই

advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, নৃপেন্দ্র বর্মনের জন্ম অধুনা বাংলাদেশের রংপুর জেলার ভোগডাবুড়ি গ্রামে। ১৯৭২ সালে তিনি ভারতে চলে আসেন। জীবিকার টানে কৃষিকাজই হয়ে ওঠে তাঁর প্রধান ভরসা। বর্তমানে তাঁর ৩ ছেলে, ৪ মেয়ে এবং মোট ৩৪ জন নাতি-নাতনি। পরিবারের সকলে জানিয়েছেন, দাঁত না থাকার কারণে খাওয়াদাওয়ায় সমস্যা হত, কিন্তু এখন আবার নতুন দাঁত গজানোয় তিনি আরও চাঙ্গা হয়ে উঠেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শতায়ু হয়েও ফের শৈশবের চমক! নাতি-নাতনিরা আনন্দে যা করল, জানলে অবাক হবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল