বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গে। আজ ও কাল ভারী বৃষ্টির সম্ভাবনা উপরের পাঁচ জেলায়। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কোচবিহার এবং আলিপুরদুয়ারে। কোথাও কোথাও ফ্ল্যাশরেইন বা অল্প সময় আচমকা প্রবল বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি জেলাতেও। দার্জিলিং কালিম্পং জেলা থেকেও ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বিদ্যাসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই অন্তত ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূলের জেলা এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হবে। জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
দক্ষিণ-পশ্চিমের বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প যাবে উত্তরবঙ্গ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে। মেঘের ঘনঘটা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরকম সম্ভাবনা আপাতত 4/5 দিন নেই। আলিপুর আওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, বঙ্গোপসাগরে কোন সিস্টেম বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত বা অক্ষরেখাসহ কোনও সিস্টেম না থাকলে একটানা বর্ষা হবে না। এই মুহূর্তে কোন সিস্টেম না থাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কোথাও কোথাও হবে তবে একনাগারে বৃষ্টির সম্ভাবনা আপাতত কয়েক দিন নেই।
কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মূলত মেঘলা আকাশ থাকলেও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা ৪-৫ দিন অন্তত নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের ১° উপরে। বিকেলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৮৯ শতাংশ৷ গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে সামান্য।
আরও পড়ুন: 'ঘটিবাটি সবই যাবে...' বিস্ফোরক দিলীপ ঘোষ! নিশানা করলেন কাকে? তীব্র আলোড়ন
ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ এবং আরব সাগরে। অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত থেকে বিদর্ভ পর্যন্ত যা ছত্রিশগড় মধ্যপ্রদেশ এর উপর দিয়ে বিস্তৃত। আরব সাগরে একটি অফ শোর অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে কর্ণাটক পর্যন্ত।
এই সিস্টেমগুলি ফলে একদিকে পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কঙ্কন গোয়া মহারাষ্ট্র এবং ঘাট এলাকা মুম্বই, সৌরাষ্ট্র এবং কর্ণাটক কেরালা গুজরাতের কিছু অংশ, দক্ষিণ ভারতের তামিলনাড়ু অন্ধপ্রদেশ রায়লসীমাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। অসম, মেঘালয়-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ও ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে মধ্য ভারতে বৃষ্টির সম্ভাবনা কমবে, বাড়বে তাপমাত্রা।