আগামী ২৬ শে ফেব্রুয়ারী রায়গঞ্জের উদয়পুরের বাসিন্দা সুকোমল শ্যামের ছেলে শুভজিৎ শ্যামের বিয়ে। চিরাচরিত প্রথা ভেঙে প্রজাপতয়ে নমঃ সহ মাঙ্গলিক চিহ্নযুক্ত বিবাহের কার্ড না ছাপিয়ে ভারত সরকারের নাগরিক পরিচয়ের আধার কার্ডের আদলে বিয়ের নিমন্ত্রন পত্র ছাপিয়েছেন তিনি। উদ্দেশ্য একটাই সাধারন মানুষ থেকে তাঁর আত্মীয় পরিজনের মধ্যে আধার কার্ড সম্পর্কে সচেতন করা।
advertisement
বর্তমান সময়ে সারা দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের প্রণয়ন করা এন আর সি, সি এ এ ও এন পি আর আইনে আতঙ্কিত হয়ে নিজেদের আধার কার্ড সংশোধন ও নতুন করে আধার করার জন্য পোস্ট অফিসে রাত জেগে লাইনে দাঁড়াচ্ছেন।
আধার কার্ডে ভুল থাকলে তা সংশোধন করার জন্য হিরিক পড়ে গিয়েছে। সরকারের কাছে সব সময় সঠিক তথ্য পেশ করা কর্তব্য বলে জানিয়েছেন সুকোমল বাবুর এক আমন্ত্রিত অতিথি। বিয়ের কার্ড আধার কার্ডের আদলে করায় মানুষের মধ্যে সচেতনতার বৃদ্ধি পাবে।
Uttam Paul