TRENDING:

এবার আধার কার্ড দিয়েই বিয়ের নিমন্ত্রণ অতিথিদের

Last Updated:

আধার কার্ডের আদলে ছেলের বিয়ের নিমন্ত্রন পত্র ছাপিয়ে সাড়া ফেলে দিলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ উদয়পুরের বাসিন্দা সুকোমল শ্যাম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়গঞ্জ: NRC আতঙ্কে আধার কার্ড নিয়ে দেশ ও বাংলা জুড়ে হৈ চৈ। লাইনে দাঁড়িয়ে আধার কার্ড সংশোধনের জন্য হাজার হাজার মানুষ। আর এরই মধ্যে সেই আধার কার্ডের আদলে ছেলের বিয়ের নিমন্ত্রন পত্র ছাপিয়ে সাড়া ফেলে দিলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ উদয়পুরের বাসিন্দা সুকোমল শ্যাম। ভিন্ন স্বাদের সময়োপযোগী বিয়ের কার্ড হাতে পেয়ে খুশী আমন্ত্রিতরাও।
advertisement

আগামী ২৬ শে ফেব্রুয়ারী রায়গঞ্জের উদয়পুরের বাসিন্দা সুকোমল শ্যামের ছেলে শুভজিৎ শ্যামের বিয়ে। চিরাচরিত প্রথা ভেঙে প্রজাপতয়ে নমঃ সহ মাঙ্গলিক চিহ্নযুক্ত বিবাহের কার্ড না ছাপিয়ে ভারত সরকারের নাগরিক পরিচয়ের আধার কার্ডের আদলে বিয়ের নিমন্ত্রন পত্র ছাপিয়েছেন তিনি। উদ্দেশ্য একটাই সাধারন মানুষ থেকে তাঁর আত্মীয় পরিজনের মধ্যে আধার কার্ড সম্পর্কে সচেতন করা।

advertisement

বর্তমান সময়ে সারা দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের প্রণয়ন করা এন আর সি, সি এ এ ও এন পি আর আইনে আতঙ্কিত হয়ে নিজেদের আধার কার্ড সংশোধন ও নতুন করে আধার করার জন্য   পোস্ট অফিসে রাত জেগে লাইনে দাঁড়াচ্ছেন।

advertisement

আধার কার্ডে ভুল থাকলে তা সংশোধন করার জন্য হিরিক পড়ে গিয়েছে।  সরকারের কাছে সব সময় সঠিক তথ্য পেশ করা কর্তব্য বলে জানিয়েছেন সুকোমল বাবুর এক আমন্ত্রিত অতিথি। বিয়ের কার্ড আধার কার্ডের আদলে করায় মানুষের মধ্যে সচেতনতার বৃদ্ধি পাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Uttam Paul

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এবার আধার কার্ড দিয়েই বিয়ের নিমন্ত্রণ অতিথিদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল