TRENDING:

ট্রেনে চলন্ত মহালয়া! ভরা প্ল্যাটফর্মে অসুর বধ, অনুষ্ঠান দেখতে হাজির খোদ বিধায়ক, কোথায় এমন অভিনব আয়োজন?

Last Updated:

Indian Railways: রবিবার শিলিগুড়ি-বামনহাট প্যাসেঞ্জার ট্রেনে এই সংস্কৃতি যাত্রা উপলক্ষে তুমুল হইচই। এদিন আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন থেকে এই সংস্কৃতি যাত্রা শুরু হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ চলন্ত ট্রেনে হইহই করে মহালয়া পালন। সাহায্য করে রেল। গোটা ট্রেনটিকে ফুল ও বেলুনে সাজানো হয়েছে। চলন্ত ট্রেনে নাচ-গানে দেবীপক্ষের সূচনা হচ্ছে। স্টেশনে ট্রেন থামতেই প্ল্যাটফর্মে সুসজ্জিত মহিষাসুরমর্দিনী, এক্কেবারে ভরা প্ল্যাটফর্মে অসুর বধ। দেবীপক্ষের সূচনায় অভিনব কায়দায় ট্রেনে সংস্কৃতিযাত্রা উদযাপন করল আলিপুরদুয়ার সাংস্কৃতিক সংস্থা।
চলন্ত ট্রেনে মহালয়া উদযাপন
চলন্ত ট্রেনে মহালয়া উদযাপন
advertisement

রবিবার শিলিগুড়ি-বামনহাট প্যাসেঞ্জার ট্রেনে এই সংস্কৃতি যাত্রা উপলক্ষে তুমুল হইচই। এদিন আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন থেকে এই সংস্কৃতি যাত্রা শুরু হয়। বাংলাদেশ সীমান্তের বামনহাট রেল স্টেশনে যাওয়ার পথে সব স্টেশনেই মহিষাসুরমর্দিনী অভিনয় করে দেখান আলিপুরদুয়ার সাংস্কৃতিক সংস্থার কর্মীরা।

আরও পড়ুনঃ গাড়িতে পুলিশের ভুয়ো স্টিকার লাগিয়ে মারাত্মক কাণ্ড! পুজোর আগেই বিরাট চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১০

advertisement

আলিপুরদুয়ার সাংস্কৃতিক সংস্থার সম্পাদক আশ্চর্য মল্লিক বলেন, “২০০৯ সাল থেকে আমরা এই অনুষ্ঠান করছি। এবার আমাদের অনুষ্ঠান ১৬ তম বর্ষে পড়ল। আমরা আগামী বছর গোটা রাজ্যে ঘুরব। এই অনুষ্ঠান ব্যাপক সাড়া ফেলেছে। সব স্টেশনে প্রচুর মানুষ আমাদের মহিষাসুরমর্দিনী দেখতে ভিড় জমিয়েছেন। ট্রেনের ভিতরেও আমরা দেবীপক্ষের সূচনায় গানবাজনা করি। এটি এক অন্য অনুভূতি!”

advertisement

এদিন এই অনুষ্ঠান দেখতে সপরিবারে আলিপুরদুয়ার জংশন স্টেশনে হাজির হয়েছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনিও অনুষ্ঠান দেখে খুশি।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ট্রেনে চলন্ত মহালয়া! ভরা প্ল্যাটফর্মে অসুর বধ, অনুষ্ঠান দেখতে হাজির খোদ বিধায়ক, কোথায় এমন অভিনব আয়োজন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল