রবিবার শিলিগুড়ি-বামনহাট প্যাসেঞ্জার ট্রেনে এই সংস্কৃতি যাত্রা উপলক্ষে তুমুল হইচই। এদিন আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন থেকে এই সংস্কৃতি যাত্রা শুরু হয়। বাংলাদেশ সীমান্তের বামনহাট রেল স্টেশনে যাওয়ার পথে সব স্টেশনেই মহিষাসুরমর্দিনী অভিনয় করে দেখান আলিপুরদুয়ার সাংস্কৃতিক সংস্থার কর্মীরা।
আরও পড়ুনঃ গাড়িতে পুলিশের ভুয়ো স্টিকার লাগিয়ে মারাত্মক কাণ্ড! পুজোর আগেই বিরাট চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১০
advertisement
আলিপুরদুয়ার সাংস্কৃতিক সংস্থার সম্পাদক আশ্চর্য মল্লিক বলেন, “২০০৯ সাল থেকে আমরা এই অনুষ্ঠান করছি। এবার আমাদের অনুষ্ঠান ১৬ তম বর্ষে পড়ল। আমরা আগামী বছর গোটা রাজ্যে ঘুরব। এই অনুষ্ঠান ব্যাপক সাড়া ফেলেছে। সব স্টেশনে প্রচুর মানুষ আমাদের মহিষাসুরমর্দিনী দেখতে ভিড় জমিয়েছেন। ট্রেনের ভিতরেও আমরা দেবীপক্ষের সূচনায় গানবাজনা করি। এটি এক অন্য অনুভূতি!”
এদিন এই অনুষ্ঠান দেখতে সপরিবারে আলিপুরদুয়ার জংশন স্টেশনে হাজির হয়েছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনিও অনুষ্ঠান দেখে খুশি।