গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় বিদ্যুৎ সমস্যা চরম আকার নিয়েছে। কখনও লো ভোল্টেজ, কখনও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। রবিবার সকাল থেকেই গোটা গ্রামে বিদ্যুৎ ছিল না। ফলে হিমশিম খেতে থাকেন বাসিন্দারা। বারবার যোগাযোগ করেও বিদ্যুৎ দফতরের আধিকারিকদের থেকে কোনও সাড়া মেলেনি।
আরও পড়ুনঃ হঠাৎ বিকট শব্দ! মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ, গুরুতর আহত ১, পুলিশের জালে ৩
advertisement
এদিকে রবিবারই ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। বিদ্যুৎ না থাকায় টিভিতে খেলা দেখতে না পেরে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। সারাদিন কেটে রাত নেমে এলেও বিদ্যুৎ ফেরেনি। অবশেষে রাতের বেলা বিদ্যুৎ দফতরের কর্মীরা গ্রামে পৌঁছে জানান, ট্রান্সফর্মারে ত্রুটি দেখা দিয়েছে। সেটি বদল না করলে বিদ্যুৎ আসবে না। তবে সেই কাজ রাতে সম্ভব নয় বলতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ দফতরের গাফিলতির কারণেই তাঁরা বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পারলেন না। এরপরই গ্রামবাসীরা রাতভর বিদ্যুৎ কর্মীদের আটকে রাখেন। আটকে রাখা হয় তাঁদের সঙ্গে আসা গাড়িটিও। দাবি ওঠে, রাতেই ট্রান্সফর্মার মেরামত করতে হবে। নাহলে কর্মীদের ছাড়া হবে না।
এই ঘটনায় গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দেন, উচ্চপদস্থ আধিকারিকদের গ্রামে না আনলে আটক কর্মীদের ছাড়া হবে না। অবশেষে ভোররাতে ট্রান্সফর্মার মেরামতের পর মুক্তি পান বিদ্যুৎ কর্মীরা। ঘটনাটি ঘিরে সমগ্র এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়।