একটানা প্রায় দু' দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে কালিম্পংয়ে৷ যার জেরে তিস্তার জলস্তর বেড়েই চলেছে৷ তিস্তা সংলগ্ন বহু এলাকা প্লাবিত হয়েছে৷ গৃহহীন হয়ে পড়েছে বহু পরিবার৷ শুধু পাহাড় নয়, সমতলেও তিস্তা সংলগ্ন এলাকাগুলিতে জল ঢুকতে শুরু করেছে৷ জলপাইগুড়ি শহর সংলগ্নবিবেকানন্দ ও সারদা পল্লি এলাকায় জল ঢুকে পড়ায় এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন।
advertisement
আরও পড়ুন: আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, এ সপ্তাহের শেষেই কি শীতের আমেজ রাজ্যে ?
এ দিন সকাল থেকে অবশ্য পাহাড়ে বৃষ্টি কিছুটা কমেছে৷ তবে আকাশ এখনও মেঘলা রয়েছে৷ সঙ্গে ঘন কুয়াশার দাপট রয়েছে কালিম্পং সহ পাহাড়ের অন্যান্য এলাকায়৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এ দিনও উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আজও উত্তরবঙ্গের আকাশ মেঘলাই থাকবে৷ তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে বৃষ্টি বাড়ার কথা৷ ফলে পাহাড়ের পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে৷
পুজোর পর ছুটিতে পাহাড়ে এখন পর্যটনের ভরা মরশুম৷ বহু পর্যটক উত্তরবঙ্গে পৌঁছেও গিয়েছেন৷ প্রবল বৃষ্টির জেরে পর্যটক এবং পর্যটন ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন৷ করোনা সংক্রমণের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সময় ফের ধাক্কা খেল পাহাড়ের পর্যটন ব্যবসা৷