বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদে যেখানে দেশজুড়ে তীব্র আন্দোলনে নেমেছেন দেশের কৃষকেরা৷ কৃষকদের এই আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। ঠিক সেই সময় কৃষি আইনের সমর্থনে কিষান সুরক্ষা যাত্রার সূচনা করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, এরাজ্যের শাসক দল ও সরকার কৃষকদের কেন্দ্রীয় কৃষি আইন নিয়ে ভূল বোঝাচ্ছে৷ কৃষকেরা যাতে তাদের ফসলের ন্যায্য দাম পান, কোনওমতেই যাতে দেশের কৃষকেরা ক্ষতিগ্রস্ত না হন সেই লক্ষ্যেই কৃষকদের আয় উন্নতি বৃদ্ধি ঘটাতে কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রনয়ণ করেছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের কৃষক সন্মান নিধি প্রকল্প বাংলার সরকার চালু করতে না দেওয়ায় লক্ষ লক্ষ কৃষক বছরে ৬ হাজার টাকা ভাতা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এরই প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের সমর্থনে এবং সোনার বাংলা গড়ার শপথ নিয়ে বিজেপি ও বিজেপির কৃষক সংগঠন ভারতীয় জনতা কিষান মোর্চার পক্ষ থেকে বাংলার কৃষকদের স্বার্থে আজ থেকে উত্তর দিনাজপুর জেলায় শুরু করা হল কিষান সুরক্ষা যাত্রা। বিজেপি কিষান সুরক্ষা যাত্রা নিয়ে কটাক্ষ করেছেন তৃনমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার। তার অভিযোগ, বিজেপি কেন্দ্রীয় সরকার কৃষি আইন করে পুজিপতিদের জন্য আইন করেছে। কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘদিন যাবদ দিল্লীতে আন্দোলন করলেও তাদের দিকে কেউ তাকাচ্ছেন না। ফলে কিষান সুরক্ষা যাত্রাকে পাত্তা দিতে তারা রাজী নন।
advertisement
Uttam Paul