TRENDING:

উপনির্বাচনেও নোট ইস্যুতে অধীর-মুকুল-লকেটের তরজা

Last Updated:

উপনির্বাচনের প্রচারে কোচবিহারে এসে নোট ইস্যুতে জোর তরজায় মাতলেন অধীর চৌধুরী ও মুকুল রায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার : উপনির্বাচনের প্রচারে কোচবিহারে এসে নোট ইস্যুতে জোর তরজায় মাতলেন অধীর চৌধুরী  ও মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লী যাত্রাকে অধীর চৌধুরী কটাক্ষ করলেও মুকুলের দাবি, ‘অধীরের বক্তব্যের কোনও মান্যতা নেই। রাহুল, আনন্দ শর্মা  আসল কংগ্রেস। তারা যা বলছে সেটাই ঠিক।’
advertisement

কোচবিহার লোকসভা উপনির্বাচনের প্রচারে বুধবার কোচবিহারে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।  ভোট প্রচারের আগে এক সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী অভিযোগ করেন, ‘নোট ইস্যুতে মমতা যে  আন্দোলন করছেন, তা নিজের কালো টাকাকে সাদা করার জন্য।কারণ, এরাজ্যে কালো টাকার কারবারিদের রমরমা। আর মমতা বন্দ্যোপাধ্যায় কালো টাকার কারবারিদের নেত্রী। তিনি দিল্লী গিয়ে সাধু সাজতে চাইছেন। মমতার আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নেই।’

advertisement

অধীরের এই অভিযোগ প্রসঙ্গে মুকুল রায় বলেন, ‘অধীর আসল কংগ্রেস, নাকি দিল্লীর রাহুল, আনন্দ শর্মার কংগ্রেস, মল্লিকার্জুন খাড়গের কংগ্রেস আসল কংগ্রেস। অধীরের কথার কোনো মান্যতা নেই।’

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

এদিকে নির্বাচনের প্রচারে এসে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এর সমালোচনায় সরব হন বিজেপির দুই নেত্রী রূপা গাঙ্গুলি ও লকেট চ্যাটার্জী। কোচবিহার মদনমোহন বাড়ি তে রাস উৎসব ঘুরে দেখার পর লকেট চ্যাটার্জীও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এর দিল্লী যাওয়ার একমাত্র উদ্দেশ্য নিজের black money white করা। তিনি এখন রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন,অথচ যখন সারদা কান্ডে লোকেরা আত্মহত্যা করলেন তখন তো উনি রাষ্ট্রপতির কাছে যাননি। ’ নোট ইস্যুতে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলিও মমতা বন্দ্যোপাধ্যায় এর সমালোচনায় সরব হন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
উপনির্বাচনেও নোট ইস্যুতে অধীর-মুকুল-লকেটের তরজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল