কোচবিহার লোকসভা উপনির্বাচনের প্রচারে বুধবার কোচবিহারে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ভোট প্রচারের আগে এক সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী অভিযোগ করেন, ‘নোট ইস্যুতে মমতা যে আন্দোলন করছেন, তা নিজের কালো টাকাকে সাদা করার জন্য।কারণ, এরাজ্যে কালো টাকার কারবারিদের রমরমা। আর মমতা বন্দ্যোপাধ্যায় কালো টাকার কারবারিদের নেত্রী। তিনি দিল্লী গিয়ে সাধু সাজতে চাইছেন। মমতার আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নেই।’
advertisement
অধীরের এই অভিযোগ প্রসঙ্গে মুকুল রায় বলেন, ‘অধীর আসল কংগ্রেস, নাকি দিল্লীর রাহুল, আনন্দ শর্মার কংগ্রেস, মল্লিকার্জুন খাড়গের কংগ্রেস আসল কংগ্রেস। অধীরের কথার কোনো মান্যতা নেই।’
এদিকে নির্বাচনের প্রচারে এসে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এর সমালোচনায় সরব হন বিজেপির দুই নেত্রী রূপা গাঙ্গুলি ও লকেট চ্যাটার্জী। কোচবিহার মদনমোহন বাড়ি তে রাস উৎসব ঘুরে দেখার পর লকেট চ্যাটার্জীও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এর দিল্লী যাওয়ার একমাত্র উদ্দেশ্য নিজের black money white করা। তিনি এখন রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন,অথচ যখন সারদা কান্ডে লোকেরা আত্মহত্যা করলেন তখন তো উনি রাষ্ট্রপতির কাছে যাননি। ’ নোট ইস্যুতে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলিও মমতা বন্দ্যোপাধ্যায় এর সমালোচনায় সরব হন ৷