TRENDING:

Huge Development Work In Tea Garden: ‘বাচ্চাদের নিয়ে কাজ করতে আপনাদের অসুবিধা হয়’- মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ক্রেশ - স্বাস্থ্যকেন্দ্র মহিলা কর্মীদের বড় সুবিধা

Last Updated:

Huge Development Work In Tea Garden: নজর চা বাগানে, একাধিক স্বাস্থ্য কেন্দ্র ও ক্রেশ চালু করছে রাজ্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্য সরকার চা বাগানগুলিতে ক্রেশ চালু করার জন্য উদ্যোগ নিয়েছে, বিশেষ করে বন্ধ থাকা বাগানগুলো চালু করার পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে শতাধিক চা বাগানে ইতিমধ্যে ক্রেশ চালু করা হয়েছে। বন্ধ থাকা পানিঘাটা চা বাগান এক দশক পর পুনরায় চালু হয়েছে এবং সেখানে শ্রমিকদের মজুরি ও বেতন দেওয়া হচ্ছে। এছাড়াও, রাজ্য সরকার বন্ধ থাকা কিছু চা বাগান অধিগ্রহণেরও ঘোষণা দিয়েছে, যা চা শ্রমিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে।
রাজ্য সরকার চা বাগানগুলিতে ক্রেশ চালু করার জন্য উদ্যোগ নিয়েছে
রাজ্য সরকার চা বাগানগুলিতে ক্রেশ চালু করার জন্য উদ্যোগ নিয়েছে
advertisement

রাজ্য সরকারের উদ্যোগে ক্রেশ চালু: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শতাধিক চা বাগানে ক্রেশ চালু করা হয়েছে।বন্ধ বাগান চালু: রাজ্য সরকারের হস্তক্ষেপে এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা পানিঘাটা চা বাগান পুনরায় চালু হয়েছে। অধিগ্রহণ: রাজ্য সরকার ডুয়ার্স অঞ্চলের ৬টি বন্ধ চা বাগান অধিগ্রহণের ঘোষণা দিয়েছে, যা শ্রমিকদের কর্মসংস্থান ও সুবিধা নিশ্চিত করবে।

advertisement

স্বাস্থ্য কেন্দ্র: রাজ্য সরকার চা বাগানগুলিতে ৫৫টি স্বাস্থ্য কেন্দ্রও চালু করেছে। বাগান সংলগ্ন এলাকাতেই হবে বাচ্চাদের রাখার ক্রেশ। সব চা শ্রমিককে দেওয়া হবে পরিচয়পত্রও। রাজ্য সরকারের এমন উদ্যোগের কথা বছর তিনেক আগে ঘোষণা করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জলপাইগুড়ির মালবাজারে আইএনটিটিইউসির চা শ্রমিকদের কর্মিসভায় চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন তিনি। সেখানেই অভিষেক বলেছিলেন, ‘‘অনেককে বাচ্চা পিঠে বেঁধে চা পাতা তুলতে বেরোতে হয়। আমি আপনাদের অসুবিধার কথা জেনেছি। বাচ্চাদের নিয়ে কাজ করতে আপনাদের অসুবিধা হয়। প্রধানমন্ত্রী নিজেকে চাওয়ালা বলেন। কিন্তু যাঁরা চা বাগানে কাজ করেন তাদের দেখেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় থাকলেও আপনাদের দিকে নজর রেখে চলেছেন।

advertisement

আরও পড়ুন – T20 WC: টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ওয়াংখেড়েতে, উদ্বোধনী ম্যাচ-ফাইনালের শিকে ছিঁড়ল নরেন্দ্র মোদি স্টেডিয়ামের কপালে

তাই ক্রেশে বাচ্চাদের রেখে আপনার নির্বিঘ্নে কাজে যেতে পারবেন। আমরা সেই ব্যবস্থা করছি।’’তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেছিলেন, ‘‘ সব কাজ হবে। এই সব বিষয় নিয়ে কথা বলেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে। এ বার থেকে বাচ্চা নিয়ে কাজে যেতে হবে না। ৫০টি করে বাচ্চা রাখার ব্যবস্থা হবে। মোট ২,৫০০ হাজার বাচ্চা রাখার ব্যবস্থা হবে। প্রথমে একটি ক্রেশে ৫০টি করে বাচ্চা রাখা গেলেও, পরে সেখানে যাতে ৬০-৭০টি বাচ্চা রাখার ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থাও আমরা করব।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

Abir Ghosal

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Huge Development Work In Tea Garden: ‘বাচ্চাদের নিয়ে কাজ করতে আপনাদের অসুবিধা হয়’- মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ক্রেশ - স্বাস্থ্যকেন্দ্র মহিলা কর্মীদের বড় সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল