ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির মাগুরমারী ১ নং গ্রাম পঞ্চায়েতের কাচুয়াপাড়া এলাকায়। ওই মহিলার নাম মৌসুমী বেগম (২৩)। পরিবারের দাবি, শুক্রবার রাত ১১টা নাগাদ বাপের বাড়ির সদস্যদের ফোন করে মৌসুমী জানিয়েছিলেন, রবিবার শ্বশুরবাড়িতে অনুষ্ঠান রয়েছে, সবাইকে আসতে হবে। এমনকি মাকেও আলাদা করে বলে দিয়েছিলেন আসার সময় বাড়ি থেকে পান নিয়ে আসতে। এরপর হঠাৎই বন্ধ হয়ে যায় তাঁর মোবাইল ফোন। শনিবার সকালে এলাকার এক মহিলা মৃতার পরিবারকে ফোন করে জানান, মৌসুমী আত্মহত্যা করেছেন।
advertisement
খবর পেয়ে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃতার কাকা শফিউল হক জানান, সাড়ে চার বছর আগে মৌসুমীর বিয়ে হয়। তাঁর তিন বছরের একটি ছেলে রয়েছে। পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির অত্যাচারের জেরেই মেয়েকে হত্যা করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট করে খুনের পর তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। এর আগেও মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে মেয়েকে বাপের বাড়ি নিয়ে আসা হয়েছিল। পরে আলোচনার মাধ্যমে স্বামীর কাছে ফেরত পাঠানো হয়।
ঘটনার পর মৃতার পরিবার ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এটি আত্মহত্যা নাকি খুন সেই বিষয়টি খতিয়ে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ।