একইসঙ্গে ভুটান সরকারের সঙ্গেও কথা হয়েছে রাজ্য সরকারের। জানা গিয়েছে, টালা হাইড্রো পাওয়ার প্রজেক্টের সমস্ত কাজ বন্ধ করে রাখা হয়েছে। ভুটান সরকারের তরফে ইতিমধ্যেই অ্যাডভাইজারি জারি করা হয়েছে। ভুটানে ব্যাপক বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের তোর্ষা ও রায়ডাক নদীর জলস্তর বিপদসীমার উপরে বইতে পারে। কোচবিহার ও জলপাইগুড়ি জেলাকে সতর্ক করা হয়েছে নবান্নের তরফে।
advertisement
প্রসঙ্গত, টালা হাইড্রো পাওয়ার প্রজেক্ট রায়ডাক নদীর উপর অবস্থিত। এই প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই ভুটান সরকার অ্যাডভাইজারি জারি করেছে। এই প্রজেক্টের অধিকর্তাদের সঙ্গে ইতিমধ্যে রাজ্য সরকারের শীর্ষস্তরের কর্তাদের সঙ্গে কথা হয়েছে।
আরও পড়ুন: টানা বৃষ্টিতে লণ্ডভণ্ড দার্জিলিং-সহ উত্তরবঙ্গ, মিরিকে ধসে চাপা পড়ে শিশু-সহ মৃত ১৩!
এই বিপর্যয়ের মাঝে পর্যটকের জন্য নবান্নের পক্ষ থেকে চব্বিশ ঘন্টাব্যাপী কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পর্যটকদের পাশাপাশি উত্তরবঙ্গের যে কোন বাসিন্দা এই কন্ট্রোলরুমে ফোন করতে পারেন।
নম্বরগুলি হল- ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ২২১৪৩৫২৬, ২২৫৩৫১৮৫,
কন্ট্রোল রুমের এই নম্বরে পর্যটকরা ফোন করতে পারেন। নবান্নের বিপর্যয় মোকাবিলা দফতরে চালু করা হল ২৪ ঘন্টা ব্যাপী কন্ট্রোল রুম।