TRENDING:

Hamro Party Wins in Darjeeling: দার্জিলিং দখল করল নতুন দল হামরো পার্টি, শূন্য বিজেপি! পাহাড়ে নতুন শক্তির উদয়?

Last Updated:

হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড ছিলেন জিএনএলএফ সভাপতি মন ঘিষিংয়ের ঘনিষ্ঠ৷ বিধানসভা নির্বাচনে টিকিট না নতুন এই দল গঠন করেন তিনি (Hamro Party Wins Darjeeling Municipality)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দার্জিলিং: মাত্র ছ' মাস আগে গঠিত হওয়া হামরো পার্টি (Hamro Party) দখল করল দার্জিলিং (Darjeeling) পুরসভা৷ গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, তৃণমূলের মতো প্রধান দলগুলিকে পিছনে ফেলে দার্জিলিং পুরসভা দখল করে নিল অজয় এডওয়ার্ডের (Ajay Edward) নতুন দল৷ দার্জিলিং পুরসভায় খাতা খুলতে পারল না বিজেপি জিএনএলএফ জোট৷ অথচ এই মুহূর্তে পাহাড়ের সাংসদ, বিধায়ক সবই বিজেপি-র দখলে রয়েছে৷ তবে বিজেপি খাতা না খুলতে পারলেও দু'টি আসনে জয়ী হয়েছে তৃণমূল৷
পাহাড়ের নতুন শক্তি হিসেবে উঠে এল অজয় এডওয়ার্ডের (মাঝখানে) দল৷
পাহাড়ের নতুন শক্তি হিসেবে উঠে এল অজয় এডওয়ার্ডের (মাঝখানে) দল৷
advertisement

হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড ছিলেন জিএনএলএফ সভাপতি মন ঘিষিংয়ের ঘনিষ্ঠ৷ বিধানসভা নির্বাচনে টিকিট না নতুন এই দল গঠন করেন তিনি৷ পেয়ে গত ২৫ নভেম্বর আত্মপ্রকাশ করে হামরো পার্টি৷ দল চমকপ্রদ ফল করলেও এডওয়ার্ড নিজে দার্জিলিং পুরসভার ২২ নম্বর ওয়ার্ড থেকে হেরে গিয়েছেন৷

আরও পড়ুন: প্রেস্টিজ ফাইটে কাঁথি দখল তৃণমূলের, এগরায় হাড্ডাহাড্ডি লড়াই

advertisement

দার্জিলিংয়ের ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতেই জয়ী হয়েছে হামরো পার্টি৷ চারটি জিতেছে বিমল গুরুংয়ের গোর্খ জনমুক্তি মোর্চা৷ অনীক থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতন্ত্রিক মোর্চা দখল করেছে ৮টি আসন৷ ২টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস৷ বিজেপি জিএনএলএফ জোট কোনও আসনই জিততে পারেনি৷

সুভাষ ঘিসিংয়ের পাহাড়ের রাজনীতির মুখ হিসেবে গত কয়েক বছরে পরিচিত হয়ে উঠেছিলেন বিমল গুরুং, রোশন গিরি, অনীক থাপারা৷ পুরভোটের ফল দেখে অনেকেরই প্রশ্ন, এবার কি পাহাড়ের রাজনীতির নতুন চালিকা শক্তি হয়ে উঠবেন অজয় এডওয়ার্ড?

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Hamro Party Wins in Darjeeling: দার্জিলিং দখল করল নতুন দল হামরো পার্টি, শূন্য বিজেপি! পাহাড়ে নতুন শক্তির উদয়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল