প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নেমে দার্জিলিং পুরসভা দখল করেছে হামরো পার্টি। অনীত থাপা এবং বিমল গুরুংদের অনেকটা পেছনে ফেলে শৈলশহরের পুরসভা জয় অবশ্যই বড় সাফল্য। এবারে নজর পাহাড়ের বাকি তিন পুরসভা। তার আগে পাহাড়ে শক্তি বাড়াচ্ছে হামরো পার্টি। সামনেই মিরিক, কার্শিয়ং এবং কালিম্পং পুরসভার নির্বাচন। মিরিক রয়েছে তৃণমূলের দখলে। বাকি দুটি অনীতের কব্জায়। তাদের থেকে ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে কৌশলি পথে পা ফেলছে হামরো পার্টি।
advertisement
মিরিক পুরসভার নির্বাচনের আগে গোর্খা জনমুক্তি মোর্চায় ভাঙন ধরালো তারা। আজ মিরিকে মোর্চার প্রথম সারির নেতা সুমন রাই, বিক্রান্ত রাইয়ের নেতৃত্বে ৪০ জন হামরো পার্টিতে যোগ দেন। এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। তাঁর দাবি, মিরিকে আগামী দিনে দল আরও শক্তিশালী হল। এই মিরিক থেকেই দলের নাম ঘোষণা করেছিলেন অজয় এডওয়ার্ড। তিনি যে পাহাড়ের পোড়খাওয়া নেতা বিমল গুরুং, অনীত থাপা, বিনয় তামাংদের চ্যালেঞ্জের মুখে ফেলবেন, তা অনেকেই আঁচ করতে পারেননি। কিন্তু দার্জিলিং পুরসভার নির্বাচনে তা করে দেখিয়েছেন তিনি। আর তাঁকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে পাহাড়।
সম্প্রতি হেরিটেজ কাঞ্চনভিউ চা শ্রমিকদের দাবি আদায়ে সস্ত্রীক অনশনেও বসেন তিনি। শেষ পর্যন্ত তাঁর লড়াইয়ে দাবি আদায় করতে পেরেছে চা শ্রমিকেরা। এবারে টার্গেট দলের শক্তি বৃদ্ধি করা। কার্শিয়ং, কালিম্পং এবং মিরিকে বিরোধী শিবিরে ভাঙন ধরাতে নেমে পড়েছেন অজয়। নতুন করে পাহাড়কে সাজিয়ে তোলার স্বপ্ন নিয়ে এগোচ্ছেন নয়া নেতা এডওয়ার্ড!
Partha Pratim Sarkar