যদিও বিষয়টি দেখে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মৃদুল গোস্বামী৷ এই এলাকায় পাশে রয়েছে একটি নর্দমা। এখানে প্রতি রবিবার ডুয়ার্সের অন্যতম হাট ‘হ্যামিল্টনগঞ্জ হাট’ বসে। বেশ কিছু ব্যবসায়ী এই এলাকাতেও দোকান দেন।
আরও পড়ুনSikkim Teesta News: ফুঁসছে তিস্তা, উত্তরবঙ্গ ও সিকিমে শুরু বন্যা নিয়ন্ত্রণের প্রস্তুতি
অভিযোগ, ব্যবসায়ীরা সেই হাট বাজারের নানান আবর্জনা ফেলেন ওই নর্দমায় ফলে জল যাওয়ার মতো জায়গা না থাকায়, বৃষ্টিতে নর্দমা ভরাট হয়ে আশপাশের এলাকায় বাসিন্দাদের বাড়িতে প্রবেশ করে। বাসিন্দাদের দাবি, এ নিয়ে একাধিকবার পঞ্চায়েত, প্রধানকে অভিযোগ জানানো সত্ত্বেও কেউ সমস্যা সমাধান করার চেষ্টা করা তো দূরের কথা, এলাকায় পরিদর্শনেও আসেনি।
advertisement
বৃষ্টি কমলেও বাসিন্দাদের বাড়ি ও রাস্তায় জমেই থেকে নর্দমার জল।আর এর কারণে এলাকায় মশা মাছির উপদ্রব বৃদ্ধি পাচ্ছে।পাশাপাশি, রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কাও করছেন বাসিন্দারা।
যদিও, এ বিষয়ে দক্ষিণ ফরোয়ার্ড নগর এলাকার পঞ্চায়েত সদস্য পরিমল সরকার বলেন, “গতবারই গ্রাম পঞ্চায়েত তরফে নর্দমা পরিষ্কার করা হয়েছিল।তবে সাপ্তাহিক হাটের দিন ব্যবসায়ীরা আবর্জনা ফেলে তা ফের ভরাট করে দিয়েছে এবং পরিচালনার দায়িত্বে থাকা ইজারাদারও ওই নর্দমা পরিষ্কার করে না।”